এক্সপ্লোর
Mamata Leg Injury: 'হাড় ভাঙেনি, তবে পেশিতে চোট', এসএসকেএমে ভর্তি মুখ্যমন্ত্রী

'হাড় ভাঙেনি, তবে পেশিতে চোট', চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর
1/14

জনসংযোগের সময় হামলার অভিযোগ। মনোনয়ন পেশের দিনই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতিতে।
2/14

নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত নিয়ে আসা হয় এসএসকেএম-এ।
3/14

হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর ভিভিআইপি কেবিনে রাখা হয় মুখ্যমন্ত্রীকে।
4/14

এসএসকেএম সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পা, কাঁধ, কোমর, বুক এবং মাথায় আঘাত লেগেছে।
5/14

প্রথমে মুখ্যমন্ত্রীর ইসিজি করা হয়। রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে হাসপাতাল সূত্রের খবর।
6/14

এরপর এক্স-রে করা হয় মুখ্যমন্ত্রীর। রিপোর্টে জানা যায়, বাঁ পায়ের পেশিতে চোট লাগলেও, হাড় ভাঙেনি। তবে শরীরের আরও কিছু অংশে চোট আছে।
7/14

এসএসকেএম সূত্রের খবর, এক্স-রে রিপোর্ট দেখেই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাননি চিকিৎসকরা।
8/14

তাই চোটের মাত্রা কতটা, তা বুঝতে, এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়।
9/14

রাত ১০.৪০-এ মুখ্যমন্ত্রীকে অ্যাম্বুল্যান্সে করে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর এমআরআই করা হয়।
10/14

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী চিকিৎসায় নিয়োগ করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। সূত্রের খবর, ওই টিমে আছেন, এসএসকেএম-এর অর্থপেডিক বিভাগের প্রধান মুকুল ভট্টাচার্য, মেডিসিনের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ, নিউরো সার্জারি বিভাগ প্রধান শুভাশিস ঘোষ। আছেন, জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়, এন্ডোক্রনোলজিস্ট সুজয় ঘোষ এবং অ্যানাস্থেসিওলজিস্ট সর্বাণী সহাইকা। এছাড়াও পরামর্শ নেওয়া হয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট গোপালকৃষ্ণ ঢালীর।
11/14

আঘাতের মাত্রা কতটা বোঝা যাবে এমআরআই রিপোর্টে। এমনটাই মত মুখ্যমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের
12/14

এদিন, মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএম-এ যান রাজ্যপাল। কিন্তু, হাসপাতালে ঢোকা এবং বেরনোর সময় তাঁর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা।
13/14

অন্যদিকে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান, গোটা বিষয়টার উপর নজর রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে। তারপরই কী হয়েছিল তা জানা যাবে।
14/14

ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয়ে দিল্লির নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা প্রশাসন বিস্তারিত রিপোর্ট দিলে, তাও পাঠিয়ে দেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর।
Published at : 11 Mar 2021 12:21 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
