এক্সপ্লোর
WB Schools reopening: বহু দিন পর পুরনো ছন্দে ফিরল স্কুল, দীর্ঘদিন পর আসতে পেরে খুশি পড়ুয়ারা

বহু দিন পর পুরনো ছন্দে ফিরল স্কুল। ছবি সৌজন্যে পিটিআই
1/10

মঙ্গলবার থেকে ফের চালু হয়ে গেল স্কুল।
2/10

আপাতত নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গেল স্কুলের দরজা।
3/10

করোনাবিধি মেনেই চালু হল ক্লাস।
4/10

কোথাও একসঙ্গে হচ্ছে অনলাইন-অফলাইন ক্লাস। কোথাও আবার দূরত্ববিধি মেনে ক্লাসেই প্রার্থনায় অংশ নেয় পড়ুয়ারা।
5/10

বালিগঞ্জ শিক্ষসদন স্কুলে দেখা গেল, রীতিমতো দূরত্ব বিধি মেনে ক্লাসের ভিতরে নীরবে টিফিন খাচ্ছে পড়ুয়ারা।
6/10

কোথাও শাঁখ বাজিয়ে, তো কোথাও গোলাপ ফুল-চকোলেট দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনা জানালেন শিক্ষক-শিক্ষিকারা।
7/10

দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও।
8/10

এদিন স্কুলের মতোই খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেটও।
9/10

স্কুল স্যানিটাইজ করে তবেই শুরু হয়েছে ক্লাস।
10/10

পড়ুয়ারা যাতে স্কুলে থাকাকালীন দূরত্ববিধি বজায় রাখে, সেটা নিশ্চিত করা হচ্ছে।
Published at : 16 Nov 2021 08:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
