এক্সপ্লোর
Maharashtra Unlock Plan: শহর থেকে জেলায় ৫ ধাপে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে মহারাষ্ট্রে
ছবি সৌজন্যে- পিটিআই
1/7

প্রায় দুমাসের কড়া লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরতে চলেছে মহারাষ্ট্র। আগামী সোমবার থেকে ৫টি লেভেলে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১৮টি জেলায় দেওয়া হবে ছাড়। শনিবার রাজ্য সরকার জানিয়েছে, নাগপুর, ঔরঙ্গবাদ, ভান্ডারা, চন্দ্রপুর, থানে, নাসিক, জলগাঁও-এর মতো জেলায় দেওয়া হবে ছাড়। তবে এই তালিকায় নেই মুম্বই, পুনের মতো শহরের নাম। ছবি সৌজন্যে- পিটিআই
2/7

আজ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশের আগে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল সহ বিভিন্ন সরকারি দফতর এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুরসভা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশেনর ভিত্তিতে ৪৮টি ইউনিট এবং পজিটিভিটি রেট ও অক্সিজেন সহ বেডে রোগী ভর্তির ভিত্তিতে ৫টি ধাপে ভাগ করা হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
Published at : 05 Jun 2021 05:10 PM (IST)
আরও দেখুন






















