এক্সপ্লোর
Aurangzeb: হারেমবাসিনীর সঙ্গে প্রেম ভাইয়ের, শাহজাহানকে জানিয়ে দেন দারা! হীরাবাইয়ের মৃত্যুতে পাগলপারা হয়ে যান ঔরঙ্গজেব
Aurangzeb-Hirabai: মোগল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র তিনি। নৃশংস, অত্যাচারী হিসেবেই আজ পরিচয় দেওয়া হয় তাঁর। কিন্তু ব্য়ক্তি ঔরঙ্গজেবের প্রথম জীবন অন্য কথা বলে।
—ফাইল চিত্র।
1/11

ইতিহাসে তাঁর মতো বিতর্কিত চরিত্র বোধহয় আর নেই। ইদানীং কালে তাঁকে নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, আগে কখনও তেমনটা হতে দেখা যায়নি। তা সত্ত্বেও মোগল বাদশাহ ঔরঙ্গজেবকে নিয়ে কৌতবহলের সীমা নেই।
2/11

কিন্তু রাজনীতি, বিতর্কের ঊর্ধ্বে মানুষ ঔরঙ্গজেবকে নিয়ে আলোচনার অবকাশ সীমিতই। মোঘল বাদশাহ তো বটেই, সেই সময় হিন্দু রাজাদের মধ্যেও বহুবিবাহ, তার বাইরে অন্য সম্পর্কের চল ছিল। কিন্তু ঔরঙ্গজেব সম্পর্কে বিবাহিত সম্পর্কের বাইরে অন্য সম্পর্কে লিপ্ত হওয়ার কথা শোনা যায় না।
Published at : 24 Jun 2023 01:07 PM (IST)
আরও দেখুন






















