এক্সপ্লোর
Narendra Modi Oath Ceremony: শাহরুখকে কাছছাড়াই করলেন না মুকেশ, আপ্লুত আদানিরাও, রাইসিনা হিলে মোদির শপথে নজর কাড়ল বলিউড
Bollywood at Modi Oath: রাইসিনা হিলে চাঁদের হাট। আলাদা করে নজর কাড়লেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/12

রবিবার সন্ধেয় চাঁদের হাট বসল দিল্লির রাইসিনা হিলে। তৃতীয় বারের জন্য কেন্দ্রে সরকার গড়লেন নরেন্দ্র মোদি। শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বলিউড তারকা থেকে তাবড় শিল্পপতি।
2/12

এদিনের অনুষ্ঠানে নজর কাড়েন বলিউডের বাদশা শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছন তিনি।
3/12

অনুষ্ঠানস্থলে শিল্পপতি মুকেশ আম্বানির পাশে বসেছিলেন শাহরুখ। দু'জনকে খোশগল্পও করতে দেখা যায়।
4/12

দিল্লিতে এদিন ছিলেন অক্ষয় কুমারও। শাহরুখকে আলিঙ্গনও করেন তিনি।
5/12

অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন কঙ্গনা রানাউত। হিমাচল থেকে জয়ীও হয়েছেন। তিনিও ছিলেন শপথ অনুষ্ঠানে।
6/12

'12th Fail' ছবি ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছে তাঁকে। বিক্রান্ত ম্যাসিকেও দেখা যায় রাইসিনা হিলে। পরিচালক রাজকুমার হিরানি ছিলেন তাঁর সঙ্গে।
7/12

চেন্নাই থেকে দিল্লি পৌঁছন রজনীকান্ত। অতিথিদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।
8/12

ভিড়ের মধ্যে শামিল ছিলেন রবীনা ট্যান্ডনও। ভারতীয় সাজে রাইসিনা হিলে উপস্থিত হন নায়িকা।
9/12

ছেলে অনন্ত আম্বানিকে নিয়ে মোদির শপথে হাজির হন মুকেশ আম্বানি। বলিউড তারকাদের সঙ্গেই সময় কাটান তাঁরা।
10/12

শিল্পপতি গৌতম আদানি উপস্থিত হয়েছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। শাহরুখ খানের সঙ্গে খোশগল্প করেন তাঁরা।
11/12

image 7
12/12

তবে অনুষ্ঠানে আলাদা করে নজর কাড়েন শাহরুখ। একেবারে তারকাসুলভ জৌলুস নিয়েই হাজির হন। তাঁর সঙ্গে আলাপের সুযোগ ছাড়েননি কেউই।
Published at : 10 Jun 2024 12:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
