এক্সপ্লোর
Narendra Modi Oath Ceremony: শাহরুখকে কাছছাড়াই করলেন না মুকেশ, আপ্লুত আদানিরাও, রাইসিনা হিলে মোদির শপথে নজর কাড়ল বলিউড
Bollywood at Modi Oath: রাইসিনা হিলে চাঁদের হাট। আলাদা করে নজর কাড়লেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/12

রবিবার সন্ধেয় চাঁদের হাট বসল দিল্লির রাইসিনা হিলে। তৃতীয় বারের জন্য কেন্দ্রে সরকার গড়লেন নরেন্দ্র মোদি। শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বলিউড তারকা থেকে তাবড় শিল্পপতি।
2/12

এদিনের অনুষ্ঠানে নজর কাড়েন বলিউডের বাদশা শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছন তিনি।
Published at : 10 Jun 2024 12:27 AM (IST)
আরও দেখুন






















