এক্সপ্লোর
Nepal Earthquake Death Toll Latest Update: বিরাট বড় ধাক্কা, ধ্বংসস্তূপ একাধিক এলাকা, গা শিউরে ওঠে ওঠা ছবি নেপালে
পার্বত্য নেপালে ভূমিকম্প নতুন কিছু নয়। এর আগেও বহিবার কেঁপে উঠেছে নেপালের মাটি।
গা শিউরে ওঠে ওঠা ছবি নেপালে
1/8

শুক্রবার রাত তখন ১১টা ৩৯ মিনিট। কেঁপে উঠল প্রতিবেশি দেশের মাটি। তার রেশ এসে পড়ল এদেশেও। ভূকম্প অনুভূত হল রাজধানী দিল্লিতেও।
2/8

পার্বত্য নেপালে ভূমিকম্প নতুন কিছু নয়। এর আগেও বহিবার কেঁপে উঠেছে নেপালের মাটি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূকম্পনগুলির নেপথ্যে থাকে দু’টি প্লেটের সঞ্চারণ। যে প্লেটগুলির ওপরই মহাদেশ ও মহাসাগরগুলির অবস্থান।
Published at : 04 Nov 2023 08:37 AM (IST)
আরও দেখুন






















