এক্সপ্লোর
Narendra Modi: কংগ্রেসকে কটাক্ষ, কড়া ভাষায় আক্রমণ 'ইন্ডিয়া' জোটকে, সংসদে জবাবি ভাষণে আর কী কী বললেন মোদি?
PM Modi Speech: সংসদে আজ ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে বারবার নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি এদিন ভাষণে বলেন, 'মোহাব্বত কা দুকান নয়, ঝুট কা দুকান। দেশের সব বেচে দিয়েছে ওরা'।
ছবি সূত্র- পিটিআই
1/10

বাদল অধিবেশন চলছে সংসদে। আর সেখানেই আজ ১০ অগস্ট, বৃহস্পতিবার দু'ঘণ্টার বেশি সময় ধরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কোন প্রসঙ্গে কী বক্তব্য রেখেছেন তিনি? দেখে নেওয়া যাক একঝলকে।
2/10

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে আজ সংসদে প্রধানমন্ত্রী জবাব দিতে পারেন এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। আজ সেই প্রসঙ্গে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, '২০২৮-এ আবার অনাস্থা আনবেন বিরোধীরা, একটু হোমওয়ার্ক করে আসবেন'। প্রসঙ্গত উল্লেখ্য, ধ্বনিভোটে লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়েছে।
Published at : 10 Aug 2023 09:09 PM (IST)
আরও দেখুন






















