এক্সপ্লোর
PF New Rule: এখনও এই কাজ না করলে ভুগতে হবে ! জেনে নিন শেষ তারিখ
EPF Update: নতুন নিয়ম অনুসারে কাজ করতে হবে এই তারিখের মধ্যে।
1/7

EPF Update: বদলে যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) নিয়ম। নতুন নিয়ম অনুসারে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ফল ভোগ করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে কর্মী সংগঠনের কোনও সুবিধা পাবেন না গ্রাহক। জেনে নিন কী সেই কাজ।
2/7

PF New Rule: এক নির্দেশিকায় Employees' Provident Fund Organisation (EPFO) জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক কর্মী সংগঠনের সদস্যকে EPF অ্যাকাউন্টের সঙ্গে একজন নমিনির নাম যোগ করতে হবে। অনলাইনেই সহজে এই কাজ করেতে পারবেন কর্মী সংগঠনের সদস্য।
Published at : 17 Dec 2021 07:40 PM (IST)
আরও দেখুন






















