এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Typhoon Rai: উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, বিধ্বংসী টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্স
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/f493e617cf1e64c0f637b308fa047b06_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে- পিটিআই
1/10
![টাইফুন রাই-এর জেরে বিপর্যস্ত পরিস্থিতি ফিলিপিন্সের। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/5ce814b2c37fcd957a9a883a8ba316ea95284.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টাইফুন রাই-এর জেরে বিপর্যস্ত পরিস্থিতি ফিলিপিন্সের। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
2/10
![আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গিয়েছে। গত কয়েক বছরে এই রকম ঝড় হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/ea9fe52c7fd0ff4165b1d25c1a6191baeb6a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গিয়েছে। গত কয়েক বছরে এই রকম ঝড় হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
3/10
![ঝড়ের জেরে ফিলিপিন্সের একাধিক জায়গা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি তার ছিড়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/8b0ec3440ba72a8a41ce89fbc881812f6ff71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঝড়ের জেরে ফিলিপিন্সের একাধিক জায়গা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি তার ছিড়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন।
4/10
![প্রশাসন সূত্রে খবর, মোট ২২৭ শহর বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্র ২১টি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানবন্দরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/7f9a534862efd30aba09b6abf4ada3d954ddb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রশাসন সূত্রে খবর, মোট ২২৭ শহর বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্র ২১টি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানবন্দরও।
5/10
![প্রাথমিকভাবে রাজ্যপাল আর্থুর ইয়াপ জানান, বিধ্বংসী ঝড়ের জেরে ১০ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। বিভিন্ন প্রদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে মেয়ররা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/6fdb0273c341b575bc43a0df33df9848b8f97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রাথমিকভাবে রাজ্যপাল আর্থুর ইয়াপ জানান, বিধ্বংসী ঝড়ের জেরে ১০ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। বিভিন্ন প্রদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে মেয়ররা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না।
6/10
![প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষকে উদ্ধার করা সহ খাবারের প্যাকেট, পানীয় জলের জন্য যতটা প্রয়োজন টাকা খরচ করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/c4f8edc3631478ba76cc31bebb33615e2113a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষকে উদ্ধার করা সহ খাবারের প্যাকেট, পানীয় জলের জন্য যতটা প্রয়োজন টাকা খরচ করতে হবে।
7/10
![সেনা বাহিনীর সঙ্গে বিমানে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। আর্থুর ইয়াপ বলেন, “দুর্যোগের ছবি বিভিন্ন জায়গায় স্পষ্ট।’’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/e6f54299aad11fc3dde3538d700eece7a0e7e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেনা বাহিনীর সঙ্গে বিমানে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। আর্থুর ইয়াপ বলেন, “দুর্যোগের ছবি বিভিন্ন জায়গায় স্পষ্ট।’’
8/10
![বৃহস্পতিবার, শুক্রবার আছড়ে পড়ে এই ঝড়। চার এলাকার কী পরিস্থিতি তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, প্রায় ৭ লক্ষ ৮০ হাজার মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রায় ৩ লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/0d32ca9200edfe5e83d5968561b63d0a2893e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতিবার, শুক্রবার আছড়ে পড়ে এই ঝড়। চার এলাকার কী পরিস্থিতি তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, প্রায় ৭ লক্ষ ৮০ হাজার মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রায় ৩ লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন।
9/10
![ফিলিপিন্সের বোহোল প্রদেশেও মারাত্মক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। ঝড়-বৃ্ষ্টির জেরে মাথার উপরের ছাদটুকুই হারিয়েছেন অনেকেই। তাঁদের উদ্ধার করছেন উপকূলরক্ষী বাহিনী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/7847425c847d413558042b054610ba23914be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফিলিপিন্সের বোহোল প্রদেশেও মারাত্মক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। ঝড়-বৃ্ষ্টির জেরে মাথার উপরের ছাদটুকুই হারিয়েছেন অনেকেই। তাঁদের উদ্ধার করছেন উপকূলরক্ষী বাহিনী।
10/10
![এর আগে ২০১৩ সালের নভেম্বর মাসে এরকমই বিধ্বংসী ঝড়ে সম্মুখীন হয়েছিলেন ফিলিপিন্সের বাসিন্দারা। তার জেরে ৬ হাজার ৩০০ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। (সব ছবি সৌজন্যে- পিটিআই)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/1f98003a2703297579cd6fbe6418bb2f93889.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে ২০১৩ সালের নভেম্বর মাসে এরকমই বিধ্বংসী ঝড়ে সম্মুখীন হয়েছিলেন ফিলিপিন্সের বাসিন্দারা। তার জেরে ৬ হাজার ৩০০ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। (সব ছবি সৌজন্যে- পিটিআই)
Published at : 19 Dec 2021 01:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)