এক্সপ্লোর
PM Modi Diwali:মিষ্টি খাওয়ালেন জওয়ানদের, দীপাবলিতে আর কী করলেন প্রধানমন্ত্রী?
Celebration in Kargil: প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ বছরও তার ব্যতিক্রম হল না। কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী।

দীপাবলিতে নানা মুহূর্তে প্রধানমন্ত্রী
1/10

প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ বছরও তার ব্যতিক্রম হল না। কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী।
2/10

কার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন।
3/10

পরে জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।
4/10

ট্যুইটার অ্যাকাউন্টে আরও বেশ কিছু মুহূর্ত ধরা পড়ল, কখনও দেখা গেল সীমান্তের অতন্দ্র প্রহরীদের নিজে হাতে মিষ্টি খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী।
5/10

কোথাও সেনাবাহিনীর মহিলা সদস্যদেরও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল।
6/10

কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে।'
7/10

তাঁর বক্তব্যে উঠে আসে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথাও।
8/10

সোমবার তামাম দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটারে লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন।'
9/10

নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন।
10/10

২০১৪ সালের দীপাবলিতে সিয়াচেন গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের রাজৌরিও যান এক বছর। কখনও জয়সলমীর, কখনও আবার পাঠানকোট, আলোর উৎসব মানেই সীমান্তের দায়িত্বে থাকা সেনাদের কাছে ছুটে যাবেন প্রধানমন্ত্রী।
Published at : 24 Oct 2022 08:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
