এক্সপ্লোর
PM Modi Diwali:মিষ্টি খাওয়ালেন জওয়ানদের, দীপাবলিতে আর কী করলেন প্রধানমন্ত্রী?
Celebration in Kargil: প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ বছরও তার ব্যতিক্রম হল না। কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী।
দীপাবলিতে নানা মুহূর্তে প্রধানমন্ত্রী
1/10

প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ বছরও তার ব্যতিক্রম হল না। কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী।
2/10

কার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন।
Published at : 24 Oct 2022 08:32 PM (IST)
আরও দেখুন






















