গোটা দেশের বহু হস্তশিল্পী এই হাটে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে ৫০ শতাংশের বেশি মহিলা।
5/8
হুনার হাটের একটি দোকানে ঢুকে লিট্টি চোখা কিনে খান প্রধানমন্ত্রী, দাম দেন ১২০ টাকা। সঙ্গে কেনেন মাটির ভাঁড়ে করে দুটি চা, একটি নেন নিজে, অন্যটি দেন নাকভিকে। চায়ের দাম পড়ে ৪০ টাকা।
6/8
জানা গিয়েছে, এখানে আসার কথা ঠিক ছিল না তাঁর। আচমকা সেখানে এসে পড়ায় সকলে অবাক হয়ে যান। তাঁর হুনার হাটে যাওয়ার খবর পেতে চলে আসেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।
7/8
গতকাল বেলা দেড়টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের কাছে রাজপথে যে হুনার হাট চলছে, সেখানে যান। ছিলেন ১ ঘণ্টার মত। নানা স্টলে ঘুরে জিনিসপত্র দেখেন, কথা বলেন দোকানদারদের সঙ্গে।
8/8
এ বছর বিহার নির্বাচন। তার আগে দিল্লির হুনার হাটে খাঁটি বিহারি লিট্টি চোখা, সঙ্গে মাটির ভাঁড়ে চা চেখে দেখলেন প্রধানমন্ত্রী।