আজ উত্তরপাড়ায় আয়োজিত হয়েছিল একটি রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
2/10
আজ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন। রক্তদান শিবির ঘুরে দেখেন কাঞ্চনও।
3/10
আজ কিছু মানুষদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণও। করোনা পরিস্থিতিতে রক্তের ভাঁড়ারে টান পড়ে বলেই এই আয়োজন।
4/10
আজ সংবাদমাধ্যমের সামনে মিমির অসুস্থতা নিয়ে মুখ খোলেন কাঞ্চন। তিনি বলেন, 'মিমি অসুস্থ সেই খবর আমার কাছে আছে। তবে তা ভ্যাকসিন নেওয়ার কারণেই কিনা সেটা জানি না।'
5/10
সেইসঙ্গে কাঞ্চন বলেন, 'সরকারি জায়গা থেকেই ভ্যাকসিন নেওয়া উচিত। আর অবশ্যই দেখানো উচিত সচিত্র পরিচয়পত্র। তাহলে ঝুঁকি কমে যায় ও নিজেরও বিশ্বাস থাকে।'
6/10
সেই সঙ্গে কাঞ্চন এও উল্লেখ করেন, 'আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করানো উচিত ভ্যাকসিনেশনের জন্য। দেখে নেওয়া উচিত মেসেজ আসছে কি না। যেখান সেখান থেকে ভ্যাকসিন নিলেই হয় না।'
7/10
কাঞ্চন কি নাম না নিয়ে কটাক্ষ করলেন মিমিকে? কারও নাম নেননি বিধায়ক। তবে বার বার জোর দিলেন সতর্কতায়।
8/10
সম্প্রতি ব্যক্তিগত জীবনে বিতর্কের মুখে পড়েছেন কাঞ্চন। তাঁর স্ত্রী পিঙ্কি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাল্টা এফআইআর করেছেন কাঞ্চনও।
9/10
ঘটনায় জড়িয়ে যায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নামও। পিঙ্কি অভিযোগ করেন, কাঞ্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর।
10/10
যদিও স্ত্রীয়ের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন উভয়েই। বরং পিঙ্কির বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ এনেছেন তাঁরা।