এক্সপ্লোর
Third Phase Lok Sabha Election 2024:মোদি-শাহ ছাড়াও তৃতীয় দফায় ভোট আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব?
Political Heavyweights Who Voted Today: তৃতীয় দফার লোকসভা ভোটে আঙুলে কালি পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহদের। তালিকায় আর কোন রাজনৈতিক বিশিষ্টরা?
মোদি-শাহ ছাড়াও তৃতীয় দফায় ভোট আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? (ছবি:PTI)
1/11

আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯৩টি লোকসভা আসনে ভোট। তুমুল নির্বাচনী ব্যস্ততা সামলে নিজেদের কেন্দ্রে যথাসময়ে ভোট দিতে দেখা গেল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের। তালিকায় ছিলেন অমিত শাহ। মঙ্গলবার, ভোটের কালি আঙুলে মেখে সস্ত্রীক 'পোজ' দিতেও দেখা যায় মোদি-মন্ত্রিসভার সেকেন্ড ইন 'কমান্ড'-কে। (ছবি:PTI)
2/11

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আবার স্ত্রী রাধাবাই খাড়্গে-কে নিয়ে কর্নাটকে কালবুর্গিতে পৌঁছে গিয়েছিলেন। এবার বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ হিসেবে তাঁর ব্যস্ততা ছিল তুঙ্গে। তা সামলেই ভোট দেন কংগ্রেস সভাপতি। (ছবি:PTI)
Published at : 07 May 2024 06:02 PM (IST)
আরও দেখুন






















