এক্সপ্লোর
Narendra Modi Swearing-in Ceremony: মোদি মন্ত্রিসভায় ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৭ মহিলা মন্ত্রী ; কারা তাঁরা ? চমক আর কী কী ?
NAD Government Formation: টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রজনীকান্ত, শাহরুখ থেকে রাজকুমার হিরানি, রাইসিনা হিলসে শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। হাজির মুকেশ আম্বানিও।

নরেন্দ্র মোদি-সহ ৭২ জন মন্ত্রীর শপথ
1/10

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
2/10

নবগঠিত NDA সরকারে মোদির সঙ্গেই শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও ৩৬ জন প্রতিমন্ত্রী। পরে মন্ত্রক বণ্টন করা হবে।
3/10

জহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় যিনি দেশে টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হলেন।
4/10

এবার ৭ জন মহিলাকে মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি। তাঁরা হলেন- নির্মলা সীতারমণ, অন্নপূর্ণা দেবী, অনুপ্রিয়া সিংহ পটেল, শোভা করন্দলাজে, রক্ষা খাড়সে , সাবিত্রী ঠাকুর ও নিমুবেন বামভানিয়া।
5/10

প্রথমবারের জন্য মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার।
6/10

বনগাঁ থেকে দ্বিতীয়বার সংসদে গিয়ে, ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুরও।
7/10

গতবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রক যাদের বিগ ফোর বলা হয়, সেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং বিদেশমন্ত্রক যাদের হাতে ছিল, সেই মন্ত্রিরাও এদিন শপথ নিলেন।
8/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয়মন্ত্রী পদে তাঁরা শপথ নেন।
9/10

এঁরা হলেন- মধ্যপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার দুইবারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এছাড়া NDA-র শরিক দলগুলির মধ্যে থেকে থাকছেন- জিতন রাম মাঝি ও এইচ ডি কুমারস্বামী। যাঁরা সাময়িক সময়ের জন্য যথাক্রমে বিহার ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন।
10/10

প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।
Published at : 10 Jun 2024 12:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
