এক্সপ্লোর
বই প্রকাশ হল প্রিয়ঙ্কা চোপড়ার, প্রশংসায় উচ্ছ্বসিত স্বামী নিক জোনাস

প্রিয়ঙ্কা চোপড়া
1/7

বলিউডে অনেক আগেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবার হলিউডেও দ্রুত জমি শক্ত করছেন প্রিয়ঙ্কা চোপড়া। এরইমধ্যে তিনি একটি বইও লিখে ফেলেছেন। সদ্যই ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে তাঁর স্মৃতিকথা আনফিনিসড। আর এতে নিজের খুশি চেপে রাখতে পারলেন না তাঁর স্বামী নিক জোনাস।
2/7

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় নিক জোনাস বলেছেন, আমার সুন্দর স্ত্রী প্রিয়ঙ্কা চোপড়া এখন প্রকাশিত বইয়ের লেখিকা। কৃতিত্বের দীর্ঘ তালিকায় এক নয়া সংযোজন।
3/7

ট্যুইটে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে নিক বলেছেন, আনফিনিসড এখন প্রকাশিত। অভিনন্দন প্রি! প্রিয়ঙ্কার বইয়ের পাঠকদের জন্যও বার্তা দিয়েছেন নিক। তিনি লিখেছেন, আপনারা সবারই বইটি পড়ে ভালো লাগবে। নিকের এই বার্তা এমন একটি দিনে নিশ্চিতভাবেই প্রিয়ঙ্কার সবচেয়ে বেশি ভালো লাগবে। তিনি স্বামীর মেসেজ ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করে লিখেছেন, ধন্যবাদ, বেব। তুমিই সেরা।
4/7

যেমনটা তাঁর স্বামী বলেছেন, তেমনই প্রিয়ঙ্কার কৃতিত্বের তালিকা খুব একটা ছোট নয়। লেখিকা হিসেবে অভিষেকের পাশাপাশি তিনি টেক-ইনভেস্টর ও ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডরও। সম্প্রতি একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডও নিয়ে এসেছেন প্রিয়ঙ্কা। (ছবি সৌজন্যে ট্যুইটার)
5/7

প্রিয়ঙ্কা ও নিক জোনাসের বিয়ে হয়েছিল ২০১৮-তে।
6/7

পার্পল পেবল পিকচার্স নামে একটি প্রোডাকশন হাউসও পরিচালনা করেন অভিনেত্রী। এই প্রোডাকশন হাউস আঞ্চলিক সিনেমাকে উৎসাহ দেয়। তাঁর কেরিয়ারে রয়েছে গানও। ২০১৩-র ইন মাই সিটি ট্রাকে গায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল তাঁর। আমেরিকান গানেও দেখা গিয়েছে তাঁকে।
7/7

প্রিয়ঙ্কা ব্যস্ততম তারকাদের অন্যতম। সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজ সিনেমা দ্য হোয়াইট টাইগার-এর দেখা গিয়েছে তাঁকে। হলিউডের মুক্তিপ্রাপ্ত ছবি ইউ ক্যান বি হিরোজ-এও ছিলেন তিনি। বর্তমানে লন্ডনে রয়েছেন প্রিয়ঙ্কা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
