এক্সপ্লোর
Puri Rath Yatra 2021 : করোনা আবহে কীভাবে পুরীর রথযাত্রা ?

ফাইল ছবি
1/8

করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে এবারও ভক্ত ছাড়াই হবে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার এই ঘোষণা করে ওড়িশা সরকার।
2/8

১২ জুলাইয়ের রথযাত্রা ঘিরে কী কী পদক্ষেপের কথা ঘোষণা করেছে প্রশাসন ?
3/8

ভক্তরা যাতে জমায়েত না করে তাই কার্ফু জারি করা হবে বলে জানিয়েছে পুরীর জেলা প্রশাসন।
4/8

পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে বড় রাস্তা রয়েছে, সেখানেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্যের আর কোথাও নয়।
5/8

রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হবে মন্দির চত্বরে। পুরী ছাড়া রাজ্যের আর কোথাও রথ টানা যাবে না।
6/8

রথযাত্রার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শুধু সেবাইতরাই। এছাড়া যেসব পুলিশ আধিকারিক বা অন্য আধিকারিকদের শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের অনুমতি থাকবে, তাঁদেরও টিকাকরণ সম্পূর্ণ হতে হবে বা ৪৮ ঘণ্টা আগের RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। তবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।
7/8

৫০০ জনের বেশি রথ টানতে পারবেন না
8/8

রথযাত্রা চলাকালীন পুরীতে ট্রেন, বাস বা প্রাইভেট গাড়ি ঢুকতে পারবে না।
Published at : 11 Jun 2021 11:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
