এক্সপ্লোর
Albert Einstein: রাস্তা থেকে তুলে খেয়েছেন পোকাও, মোজা পরেননি কখনও, আইনস্টাইনের ‘উদ্ভট’ কাণ্ড কারখানা আজও চর্চার বিষয়
Albert Einstein Facts: তাঁর গবেষণা আজও এগিয়ে নিয়ে যাচ্ছে বিজ্ঞানকে। তাঁর ব্যক্তিগত জীবনও চর্চার বিষয়।
—ফাইল চিত্র।
1/11

বিখ্যাত হওয়ার জ্বালা অনেক আজও এমন ধারণা রয়েছে আমাদের। এই তত্ত্বকে সর্বাংশে ভুল বলে দাগিয়ে দেওয়া যায় না। কারণ বিখ্যাত মানুষের শোওয়া, বসা, খাওয়া-দাওয়া সবকিছুর উপরই নজর থাকে সকলের। তাঁর কোনও অভ্যাস বাঁধাধরা নিয়মের মধ্যে না খাটলেই, তা নিয়ে শুরু হয় কাটাছেঁড়া।
2/11

বিজ্ঞানের দুনিয়ায় প্রতিভা বিচ্ছুরণ ঘটালেও, সেই কাটাছেঁড়া থেকে রক্ষা পাননি স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনও। তাঁর গবেষণা, আবিষ্কার, তত্ত্ব যেমন আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। তেমনই তাঁর কিছু অভ্যাসের কথাও ঘুরে ফিরে উঠে আসে। মজগাস্ত্রে শান দিতেই তিনি কিছু অভ্যাস রপ্ত করেছিলেন বলে মনে করেন কেউ কেউ। অনেকে আবার সেগুলিকে ‘উদ্ভট’ কাণ্ড কারখানা বলেও দাগিয়ে দেন।
Published at : 27 Dec 2022 06:29 AM (IST)
আরও দেখুন






















