এক্সপ্লোর
Rahul On Gandhi Death Anniversary: 'ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাহুলের
Rahul On Gandhi Death: আজ 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী।
'ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাহুলের
1/10

আজ 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী।
2/10

লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই রাহুলের প্রতিটি কর্মসূচি নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে।
3/10

গতবছর বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে মহাত্মা গাঁধী বনাম নাথুরাম গডসের তুলনা টেনেছিলেন তিনি।
4/10

বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার আদর্শগত পার্থক্য বোঝাতেই এই তুলনা টেনেছিলেন রাহুল। বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার আদর্শগত পার্থক্য বোঝাতেই এই তুলনা টেনেছিলেন রাহুল।
5/10

রাহুল সেবার বলেছিলেন,'এটা আদর্শের লড়াই। এক দিকে, মহাত্মা গাঁধী, অন্য দিকে, নাথুরাম গডসে। এই লড়াই ঘৃণা বনাম সৌভ্রাতৃত্বের।'
6/10

তবে এবার আসাম ফেরত বঙ্গ সফরে রাহুল্য 'ন্যায় যাত্রা'-র আগেই ছন্দপতন হয়। মূলত লোকসভা নির্বাচনের আগে BJP বিরোধী I.N.D.I.A শিবিরে জোর ধাক্কা।
7/10

আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দেন তিনি।
8/10

এতো গেল শাসকদলের প্রতিফলন। তবে বামেদের দিক থেকে অন্যরকম প্রতিফলনই আসে। শিলিগুড়ির হিলকার্ট রোডে ভারত জোড়ো ন্য়ায় যাত্রার সঙ্গে জুড়ে যায় বামেরা।
9/10

মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকতে বিশেষ আমন্ত্রণ জানায় কংগ্রেস। ঠিক এমনই সময়েএবার রাহুল গাঁধীকে নিয়ে কুকথা বলে বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী।
10/10

এখানেই শেষ নয়, ছন্দপতন আরও। ন্যায় যাত্রায় দুই জেলায় থাকা-খাওয়ার অনুমতি পাননি রাহুল গান্ধী। সরকারি গেস্ট হাউসে রাহুলকে মধ্যাহ্নভোজের অনুমতি দেয়নি মালদা জেলা প্রশাসন।
Published at : 30 Jan 2024 11:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















