এক্সপ্লোর
New Rs 100 note: ছিঁড়বে না, জলে নষ্ট হবে না; বার্নিশ কোটিংসহ নতুন ১০০ টাকার নোট আনছে আরবিআই
নতুন ১০০ টাকার নোট আসছে বাজারে
1/6

নতুন করে ১০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক। ২০২১-'২২ অর্থবর্ষে নতুন ১০০ টাকার নোট ছাপাবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৬ মে নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
2/6

জানা গিয়েছে, নতুন ১০০ টাকার নোটটি দেখতে পুরেনো নোটের মতো হলেও এই নোট হবে আরও মজবুত, চকচকে। ছিঁড়বে না, জলে ভিজে নষ্টও হয়ে যাবে ৷ জানানো হয়েছে, প্রায় ১ কোটি ১০০ টাকার নতুন নোট ছাপতে চলেছে আরবিআই ৷ এই নোটেও থাকবে গান্ধীর ছবি। তবে আরও অনেক বেশি টেকসই হবে।
Published at : 30 May 2021 12:28 AM (IST)
আরও দেখুন






















