এক্সপ্লোর
মুখে ‘সিবিআই’, কার্ডে ‘সিআইবি’, সল্টলেকে গাড়ি আটকে তোলাবাজির পর্দাফাঁস, ধৃত ৫
ভুয়ো পরিচয়ে সল্টলেকে তোলাবাজি
1/7

নিউটাউনের আকাঙ্খা মোড়। গরু-বোঝাই একটি গাড়ির পথ আটকে দাঁড়াল একটি ইনোভা গাড়ি, হঠাৎই। গাড়ি থেকে নিমেষে নেমে এল পাঁচজন। যাঁদের একজনের হাতে ওয়াকিটকি। নেমেই হম্বিতম্বি শুরু গরু-বোঝাই গাড়িটির চালক এবং খালাসির উপর, 'আমরা সিবিআই অফিসার। আপনাদের কাছে বৈধ কাগজপত্র আছে রাত্রে এভাবে যাতায়াতের?'
2/7

এরপর লোক দেখানো তল্লাশি এবং মোটা অঙ্কের টাকার দাবি। এবং দাবি না মেটালে গ্রেফতার করা ও বড় কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। 'সিবিআই' শুনে শুরুতে বেশ ঘাবড়েই গিয়েছিলেন গাড়ির চালক। তল্লাশিতে বাধা দেওয়ার সাহস হয়নি। কিন্তু গাড়ির বৈধ কাগজপত্র যেহেতু সঙ্গে ছিল, টাকা দিতে সোজাসুজি অস্বীকার করেন। শুরু হয় দু'পক্ষের তর্কাতর্কি।
Published at :
আরও দেখুন






















