এক্সপ্লোর
Winter in JK : ঠান্ডায় জবুথবু উপত্যকা, জমে গেছে ডাল লেকের অর্ধেক অংশ; তুষারে ঢাকা শিকারা
গত ২১ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে উপত্যকার সবথেকে ঠান্ডা-পর্ব চিল্লাই কালান
সেল্ফি নিচ্ছেন পর্যটকরা
1/10

জবুথবু অবস্থা উপত্যকায়। কার্যত ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর।
2/10

গত ২১ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে উপত্যকার সবথেকে ঠান্ডা-পর্ব চিল্লাই কালান। আগামী ৪০ দিন ধরে তা চলবে।
3/10

পারদ নামার সঙ্গে সঙ্গে কার্যত জমাট বাঁধা অবস্থায় চলে যাচ্ছে অধিকাংশ জায়গা। ইতিমধ্যেই ডাল লেকের অর্ধেক অংশ জমে গেছে। তাছাড়া শিকারাগুলোও তুষারে ঢাকা পড়েছে।
4/10

সূত্রের খবর, গত রাতেই শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে আংশিক মেঘলাও হতে পারে।
5/10

উত্তর কাশ্মীরের কুপওয়াড়ায় তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
6/10

আবহাওয়া দফতর সূত্রের খবর, বড়দিনে কাশ্মীরের কিছু কিছু জায়গায় বৃষ্টি থেকে হাল্কা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
7/10

চিল্লা-ই-কালানকে উপত্যকায় এমন একটা সময় হিসেবে ধরা হয়, যে সময় ৪০ দিন ধরে কার্যত ঠান্ডায় কাঁপে উপত্যকা। উপত্যকার বহু জায়গায় শূন্যে নেমে যায় তাপমাত্রা।
8/10

এবার তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। অধিকাংশ উঁচু জায়গায় ভারী তুষারপাত হতে পারে।
9/10

উপরের ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পর্যটক ডাল লেকের কাছে সেল্ফ নিচ্ছেন।
10/10

আগামী ৩০ জানুয়ারি শেষ হবে চিল্লা কালান । তবে, তার পরেও ঠান্ডা বিরাজ করে উপত্যকায়। চলবে ২০ দিনের চিল্লাই-খুর্দ ও ১০ দিনের চিল্লাই বাচ্চা।
Published at : 22 Dec 2022 10:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















