এক্সপ্লোর
Covid Second Wave : কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ভারত, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজন ৭৬ শতাংশ চিকিৎসক : CSE রিপোর্ট
ফাইল ছবি
1/6

করোনা অতিমারি ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ বাড়িয়েছে। এনিয়ে সম্প্রতি একটি পরিসংখ্যানগত রিপোর্ট প্রকাশ করেছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট(CSE) অ্যান্ড ডাউন টু আর্থ ম্যাগাজিন। তাতে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে, "ভারতের শহর এলাকায় প্রস্তুতির ভয়ঙ্কর অবস্থা প্রচারের আলোয় চলে এসেছে, আরও পীড়াদায়ক দৃশ্য গ্রামীণ এলাকার।" (প্রতীকী ছবি : PTI)
2/6

'স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট ইন ফিগারস ২০২১' নামের ওই রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ ভারতের কমিউনিটি হেল্থ সেন্টারগুলিতে আরও ৭৬ শতাংশ চিকিৎসক, ৫৬ শতাংশ রেডিওগ্রাফার এবং ৩৫ শতাংশ ল্যাব টেকনিসিয়ান প্রয়োজন।(প্রতীকী ছবি : PTI)
Published at : 05 Jun 2021 04:28 PM (IST)
আরও দেখুন






















