এক্সপ্লোর
Sikkim : চারিদিকে বরফ আর বরফ, আকাশভাঙা বৃষ্টি, রাস্তাতেই আটকে ঘণ্টার পর ঘণ্টা ! সিকিমে রুদ্ধশ্বাস পরিস্থিতি
প্রবল দুর্যোগের ফলে লাচেন, লাচুং, গোমরা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং জিরো পয়েন্ট সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার রাস্তাগুলির মারাত্মক ক্ষতি হয়।
সিকিমে প্রবল প্রাকৃতিক দুর্যোগ
1/7

পর্যটনের মরসুম। গ্রীষ্মশুরুতে স্বস্তি পেতে বহু পর্যটকেরই এখন ডেস্টিনেশন সিকিম। কিন্তু এরই মাঝে রবিবার তুমুল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলেন পর্যটকরা। প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও তুষারপাতে আটকে যায় সারি সারি গাড়ি।
2/7

পূর্ব সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র Tsomgu লেক ও Thegu। এই দুইয়ের মধ্যে রাস্তায় আটকে পড়ে প্রায় ২০০ টি গাড়ি। নামারও অবস্থা নেই। আর নেমে এগনোরও অবস্থা ছিল না।
Published at : 28 Apr 2025 03:02 PM (IST)
আরও দেখুন






















