এক্সপ্লোর
Advertisement

BJP Bridage Rally Preparations: রাত পোহালেই ব্রিগেডে সভা মোদির, শেষ মুহূর্তের প্রস্তুতিতে জোর

রাত পোহালেই ব্রিগেডে সভা মোদির
1/11

লক্ষ্য নীলবাড়ির দখল। প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/11

আর এই সমাবেশেই ১০ লক্ষ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, অনেক বড় ঐতিহাসিক ব্রিগেড হবে। বহু মানুষ আসবেন। মহিলারাও আসছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন।
3/11

রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি।
4/11

১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর। সেখান থেকে সোজা দিল্লি।
5/11

গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দর্শকাসন আলাদা আলাদা সেক্টরে ভাগ। থাকছে সাউন্ড সিস্টেম ও এলইডি স্ক্রিন। শুধু ব্রিগেডেই থাকছে ৩ হাজার কাটআউট! ২০টি জায়ান্ট স্ক্রিন!
6/11

নরেন্দ্র মোদি যে মূলমঞ্চ থেকে বক্তৃতা করবেন, তার উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্যে ৭২ ফুট, প্রস্থে ৪৮ ফুট। মূলমঞ্চের মাথায় হ্যাঙারের আচ্ছাদন।
7/11

মোদির মঞ্চ জুড়ে দেখা যাবে এলইডির ঝলকানি। প্রধানমন্ত্রীর মূল মঞ্চের পাশে থাকছে দুটি ছোট মঞ্চ, যা লম্বায় ৪০ ফুট, চওড়ায় ২৪ ফুট।
8/11

শনিবার ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের কেন্দ্র ও রাজ্যের নেতারা। রবিবার মোদির কাছাকাছি যাঁরা আসবেন, এদিন মঞ্চের পাশে ক্যাম্প করে তাঁদের কোভিড টেস্ট করা হয়।
9/11

বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া, রবিবার ব্রিগেডে বড় মিছিল পৌঁছবে মূলত এই ৩টি জায়গা থেকে।
10/11

তবে সবকিছুকে ছাপিয়ে মোদির পাশাপাশি রবিবারের ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমার ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে। মোদিজির নেতৃত্বের ওপর বিশ্বাস আছে, আমাকে জানিয়েছেন। যদি সম্ভব হয় কাল মিঠুনের সঙ্গে দেখা করতে চাই।
11/11

বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বিজেপি সমর্থকরা আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে ব্রিগেডে আসার জন্য ২৪ কামরার একটি ট্রেনও ভাড়া করেছে বিজেপি।
Published at : 06 Mar 2021 11:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
পুজো পরব
কলকাতা
Advertisement
ট্রেন্ডিং
