এক্সপ্লোর
Cyclone Yaas সাইক্লোনের আগে, ঝড়ের সময় বা পরে কী করবেন আর কী করবেন না, জেনে নিন

সাইক্লোনের আগে, ঝড়ের সময় বা পরে কী করবেন আর কী করবেন না, জেনে নিন
1/16

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামিকাল তা আছড়ে পড়ার কথা উপকূলে। এই প্রেক্ষাপটেই কোমর বাঁধছে রাজ্য। প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় আসার আগে, ঝড়ের সময় বা পরে, কী কী করণীয় এবং কী কী করা উচিত নয়...
2/16

সাইক্লোনের আগে - গুজব এড়িয়ে চলুন। শান্ত থাকুন। আতঙ্কিত হবেন না।
3/16

সাইক্লোনের আগে - যোগাযোগ বজায় রাখতে আগে থেকে মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন। এসএমএস-এর মাধ্যমে যোগাযোগ রাখুন।
4/16

সাইক্লোনের আগে - আবহাওয়ার খবর জানতে রেডিও শুনুন। টিভি দেখুন। খবরের কাগজ পড়ুন।
5/16

সাইক্লোনের আগে - গুরুত্বপূর্ণ নথি ও বহুমূল্য ওয়াটারপ্রুফ জিনিসের মধ্যে রাখুন।
6/16

সাইক্লোনের আগে - সুরক্ষা ও জীবনধারণের জন্য অত্যাবশ্যক জিনিস হাতের কাছে রাখুন।
7/16

সাইক্লোনের আগে - বাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে মেরামত করুন।
8/16

সাইক্লোনের আগে - গবাদি পশু থাকলে বেঁধে না রেখে ছেড়ে দিন।
9/16

সাইক্লোনের সময় ও পরে - বৈদ্যুতিন সরঞ্জাম ও গ্যাস লাইন বন্ধ রাখুন।
10/16

সাইক্লোনের সময় ও পরে - দরজা ও জানালা বন্ধ রাখুন।
11/16

সাইক্লোনের সময় ও পরে - বাড়ি নিরাপদ না হলে, দ্রুত তা ছেড়ে অন্যত্র কোনও নিরাপদ আশ্রয় খুঁজে নিন।
12/16

সাইক্লোনের সময় ও পরে - রেডিও শুনুন
13/16

সাইক্লোনের সময় ও পরে - ফোটানো বা ক্লোরিন মেশানো জলপান করুন।
14/16

সাইক্লোনের সময় ও পরে - সরকারি বিবৃতিকেই বিশ্বাস করুন।
15/16

সাইক্লোনের সময় ও পরে - বাড়ির বাইরকে থাকলে কোনও বিপজ্জনক বাড়িতে প্রবেশ করবেন না।
16/16

সাইক্লোনের সময় ও পরে - ভাঙা বৈদ্যুতিন বাতিস্তম্ভ তা ছেড়া তার বা অন্য ধারাল বস্তু থেকে সাবধান।
Published at : 25 May 2021 01:30 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
