এক্সপ্লোর
Yaas Cyclone Preparation: জলে নৌসেনা-কোস্টগার্ড, ডাঙায় সেনা-এনডিআরএফ-- ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে
জলে নৌসেনা-কোস্টগার্ড, ডাঙায় সেনা-এনডিআইএফ-- ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে
1/8

আমফানের সেই মারণ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই, আবারও ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড়-- ইয়াস। তারই মোকাবিলার প্রস্তুতিতে, এখন কার্যত নাওয়া খাওয়া বন্ধ জেলা প্রশাসনিক কর্তা-কর্মী থেকে শুরু করে দেশের একাধিক বাহিনীর। একদিকে সমুদ্রে নজরদারি চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। অন্যদিকে, স্থলের দায়িত্বে রয়েছে সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ।
2/8

ঘূর্ণিঝড় আসার আগে প্রস্তুত এনডিআরএফ। বাংলায় মোতায়েন করা হচ্ছে ৩২টি দলকে। এর মধ্যে কলকাতা পুরসভার সঙ্গে কাজ করবে ১০টি দল। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে এনডিআরএফের ৯টা দল। উত্তর ২৪ পরগনায় ৭, পূর্ব মেদিনীপুরে ৫ এবং হাওড়ায় একটি দলকে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফের ২২টা দল। খুব তাড়াতাড়ি আরও ১০টা দলকে এলাকায় পাঠানো হচ্ছে।
Published at : 24 May 2021 02:58 PM (IST)
Tags :
Indian Navy NDRF Natural Disaster Cyclone Yaas Yass Cyclone Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yasa Cyclone Yaas Cyclone In Odisha Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Breaking News Cyclone Yaas In West Bengal Cyclone Yaas Casualities NDRF On Cyclone Yaas Cyclone In West Bengal Yaas Cyclone Newsআরও দেখুন






















