এক্সপ্লোর
ভ্যাকসিনের দুটি ডোজ থেকে কোভিড টেস্ট, রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রে একগুচ্ছ নির্দেশিকা জারি
ফাইল ছবি
1/8

রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃতের সংখ্যাও। এই আবহে ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। পর্যটকদের আনাগোনায় রীতিমতো গমগম করছে দিঘা। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। এই অবস্থায় সচেতনতায় জোর দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন।
2/8

পর্যটকদের হোটেলে থাকার জন্য জারি করেছে। হোটেল মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ কিনা দেখতে হবে। অথবা, কারও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে, তাঁকে রুম ভাড়া দেওয়া যাবে।
Published at : 17 Jul 2021 07:52 AM (IST)
আরও দেখুন






















