এক্সপ্লোর
Ramakrishna Jayanti Pics: শ্রীরামকৃষ্ণের ১৮৬তম পুণ্য আবির্ভাব তিথি পালিত বেলুড় মঠে
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/a3e8a7da70e829855d39426dabf14632_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেলুড় মঠ
1/8
![আজ শ্রীরামকৃষ্ণের ১৮৬ তম পুণ্য আবির্ভাব তিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে সাড়ম্বরে এই দিনটি পালন করা হচ্ছে। তবে বেলুড় মঠ আজ ভক্তদের জন্য বন্ধ রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/b9d73f6d1f6d01e10f3be93f1e8d2fa77a239.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ শ্রীরামকৃষ্ণের ১৮৬ তম পুণ্য আবির্ভাব তিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে সাড়ম্বরে এই দিনটি পালন করা হচ্ছে। তবে বেলুড় মঠ আজ ভক্তদের জন্য বন্ধ রয়েছে।
2/8
![গত ১০ ফেব্রুয়ারি কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ভক্তদের জন্য বেলুড় মঠ নিয়ন্ত্রিত ভাবে খুলে দেওয়া হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে মঠে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা থেকেই মঠ কর্তৃপক্ষ এদিন বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/8387201fd1497c25f11870c917e62b3d6e915.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ১০ ফেব্রুয়ারি কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ভক্তদের জন্য বেলুড় মঠ নিয়ন্ত্রিত ভাবে খুলে দেওয়া হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে মঠে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা থেকেই মঠ কর্তৃপক্ষ এদিন বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
3/8
![আজ সেই মতো বেলুড় মঠের দরজা ছিল বন্ধ। যদিও নিয়ম মেনে প্রতিবছরের মতো এদিনও ঠাকুরের মন্দিরে বিশেষ পুজো, হোম, ভোগ এবং আরতী সবকিছুরই আয়োজন করা হয়। ভোরে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/05fb32b37e3e62536312ee15daad5b0d22983.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সেই মতো বেলুড় মঠের দরজা ছিল বন্ধ। যদিও নিয়ম মেনে প্রতিবছরের মতো এদিনও ঠাকুরের মন্দিরে বিশেষ পুজো, হোম, ভোগ এবং আরতী সবকিছুরই আয়োজন করা হয়। ভোরে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়।
4/8
![এর পর সন্ন্যাসী ব্রহ্মচারীরা ঊষা কীর্তন করে মঠ পরিক্রমা করেন। এর পর মূল মন্দিরে ঠাকুরের বিশেষ পুজো শুরু হয়। ক্রমে হোম, ভোগ এবং আরতি হয়। বেলুড় মঠের মূল মন্দিরে ঠাকুরের সামনেই ভক্তিগীতির আয়োজন করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/0c2bae38f3847a77efc09770c5404f06f382c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পর সন্ন্যাসী ব্রহ্মচারীরা ঊষা কীর্তন করে মঠ পরিক্রমা করেন। এর পর মূল মন্দিরে ঠাকুরের বিশেষ পুজো শুরু হয়। ক্রমে হোম, ভোগ এবং আরতি হয়। বেলুড় মঠের মূল মন্দিরে ঠাকুরের সামনেই ভক্তিগীতির আয়োজন করা হয়।
5/8
![ছিল কথামৃত থেকে পাঠ, শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী নিয়ে আলোচনা এবং ধর্মসভা। প্রতিবছরের মতো এবছরও সমস্ত রীতি নীতি পালন করা হয়। তবে এ সমস্ত আয়োজনই ভার্চুয়াল মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/4ab48c19fcdec67f83816138be2fffcbfacb0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ছিল কথামৃত থেকে পাঠ, শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী নিয়ে আলোচনা এবং ধর্মসভা। প্রতিবছরের মতো এবছরও সমস্ত রীতি নীতি পালন করা হয়। তবে এ সমস্ত আয়োজনই ভার্চুয়াল মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়।
6/8
![প্রতিবছর এইদিন ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। সেই খিচুড়ি প্রসাদ এর আয়োজনও এবার ছিল না। শ্রী রামকৃষ্ণের জন্মতিথির পরের রবিবার জন্ম মহোৎসব হিসেবে পালন করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/729b791b11d78c87cad71e1a37afe847d245f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিবছর এইদিন ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। সেই খিচুড়ি প্রসাদ এর আয়োজনও এবার ছিল না। শ্রী রামকৃষ্ণের জন্মতিথির পরের রবিবার জন্ম মহোৎসব হিসেবে পালন করা হয়।
7/8
![বেলুড়মঠে ঐদিন মেলা বসে। বহু মানুষ বেলুড় মঠকে ঘিরে মেলায় পসরা সাজিয়ে বসেন। মেলা দেখতে দূরদূরান্তের ভক্তরা আসেন।এভাবেই জন্ম মহোৎসব এর উদযাপন করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/cc4b40e422a55773b65cb1d9dfb89e92c3fd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেলুড়মঠে ঐদিন মেলা বসে। বহু মানুষ বেলুড় মঠকে ঘিরে মেলায় পসরা সাজিয়ে বসেন। মেলা দেখতে দূরদূরান্তের ভক্তরা আসেন।এভাবেই জন্ম মহোৎসব এর উদযাপন করা হয়।
8/8
![কিন্তু পরিস্থিতি এবার অন্যরকম হওয়ায় জন্ম মহোৎসব এর আয়োজন করা হয়নি। সেদিনও অর্থাৎ আগামী ২১ শে মার্চ, বেলুড় মঠ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (তথ্য- সঞ্চয়ন মিত্র। ছবি সৌজন্য - বেলুড় মঠ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/15/01730ece6f2369ab5e895a62b24b2a28dab9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু পরিস্থিতি এবার অন্যরকম হওয়ায় জন্ম মহোৎসব এর আয়োজন করা হয়নি। সেদিনও অর্থাৎ আগামী ২১ শে মার্চ, বেলুড় মঠ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (তথ্য- সঞ্চয়ন মিত্র। ছবি সৌজন্য - বেলুড় মঠ)
Published at : 15 Mar 2021 04:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)