এক্সপ্লোর
Weather Update: নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/56237beae20a140d46ce4e796aa183b2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা
1/10
![হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে রোগী নিয়ে যাওয়ার সময় জলে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। চালক অ্যাম্বুল্যান্স ঠেলে রোগীকে পৌঁছে দেন হাসপাতালে। পাশাপাশি, জমা জলে নাজেহাল হাওড়ার পঞ্চাননতলা এলাকার বাসিন্দারা। হাঁটুজল ঠেলে যাতায়াতে ভরসা রিকশ। বাড়িতে জল ঢুকে যাওয়ায় শিশুকে নিয়ে চলে যেতে হয় আত্মীয়ের বাড়ি। বিপদ এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে লণ্ঠন জ্বালানোর জন্য কেরোসিন নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, টিকিয়াপাড়া কারশেডে লাইনের ওপরে জল থাকায় হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত।দূর পাল্লার ও স্টাফ স্পেশাল ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/f519cf3e61f82abedea22fad37dde8b0e060c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে রোগী নিয়ে যাওয়ার সময় জলে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। চালক অ্যাম্বুল্যান্স ঠেলে রোগীকে পৌঁছে দেন হাসপাতালে। পাশাপাশি, জমা জলে নাজেহাল হাওড়ার পঞ্চাননতলা এলাকার বাসিন্দারা। হাঁটুজল ঠেলে যাতায়াতে ভরসা রিকশ। বাড়িতে জল ঢুকে যাওয়ায় শিশুকে নিয়ে চলে যেতে হয় আত্মীয়ের বাড়ি। বিপদ এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে লণ্ঠন জ্বালানোর জন্য কেরোসিন নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, টিকিয়াপাড়া কারশেডে লাইনের ওপরে জল থাকায় হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত।দূর পাল্লার ও স্টাফ স্পেশাল ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে না।
2/10
![সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন কালিম্পঙের মামখোলায় রাত ২টো নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কের কাছে ধস নামে। এক শ্রমিকের মৃত্যু হয়। ৩ জনকে উদ্ধার করা গেলেও ২ জন এখনও নিখোঁজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/f59a8716463b1c41bd08402d229e3939769ec.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন কালিম্পঙের মামখোলায় রাত ২টো নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কের কাছে ধস নামে। এক শ্রমিকের মৃত্যু হয়। ৩ জনকে উদ্ধার করা গেলেও ২ জন এখনও নিখোঁজ।
3/10
![বারাসাত পুর-এলাকায় রাস্তাঘাট জলমগ্ন। বাড়িতে জল ঢুকে গেছে। প্রতিবার বৃষ্টিতে জল জমে জীবন দুর্বিসহ হয়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দ্রুত জল নামানোর আশ্বাস দিয়েছে বারাসাত পুরসভা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/02a710f16539f5a558f95bdc63c3e4bb074dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বারাসাত পুর-এলাকায় রাস্তাঘাট জলমগ্ন। বাড়িতে জল ঢুকে গেছে। প্রতিবার বৃষ্টিতে জল জমে জীবন দুর্বিসহ হয়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দ্রুত জল নামানোর আশ্বাস দিয়েছে বারাসাত পুরসভা।
4/10
![কাঁকসার শিবপুরে জলে ডুবল ভাসাপুল। টুমনি নদীর জল বাড়ায় পুলের ওপর দিয়ে বইছে জল। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/63aea491af245620fdc86275f0f299979d1e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঁকসার শিবপুরে জলে ডুবল ভাসাপুল। টুমনি নদীর জল বাড়ায় পুলের ওপর দিয়ে বইছে জল। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
5/10
![একটানা বৃষ্টিতে ডুলুং নদীর জল বাড়ায় ঝাড়গ্রাম শহরের সঙ্গে জামবনি ব্লকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সুবর্ণরেখা ও কংসাবতী নদীতেও জল বাড়তে শুরু করেছে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশির কারণে এই সমস্যা বলে স্থানীয়দের অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/f034e782bae31d624b34a21cb341cd04dcf94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটানা বৃষ্টিতে ডুলুং নদীর জল বাড়ায় ঝাড়গ্রাম শহরের সঙ্গে জামবনি ব্লকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সুবর্ণরেখা ও কংসাবতী নদীতেও জল বাড়তে শুরু করেছে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশির কারণে এই সমস্যা বলে স্থানীয়দের অভিযোগ।
6/10
![লাগাতার বৃষ্টিতে হুগলির গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সাতবেড়িয়ায় রাস্তার ওপর দিয়ে বইছে জল। তারাজুলি নদীর জল বাড়ায় আশেপাশের এলাকা জলমগ্ন। কোথাও কোথাও বিপদের আশঙ্কায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/59117947fc10695604419a7ee1fcc5f6e8199.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লাগাতার বৃষ্টিতে হুগলির গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সাতবেড়িয়ায় রাস্তার ওপর দিয়ে বইছে জল। তারাজুলি নদীর জল বাড়ায় আশেপাশের এলাকা জলমগ্ন। কোথাও কোথাও বিপদের আশঙ্কায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
7/10
![সবংয়ের কপালেশ্বরী নদীর ওপর ভুয়া ব্রিজ সংলগ্ন গ্রামীণ সড়কে ধস নামায় এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ৪০ ফুট রাস্তার একাংশে ধস নামায় যান চলাচল ব্যাহত। যোগোযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন ১০-১২টি গ্রামের বাসিন্দারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/ed8ab9a75419c3b61b77b0b055e51f082123e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সবংয়ের কপালেশ্বরী নদীর ওপর ভুয়া ব্রিজ সংলগ্ন গ্রামীণ সড়কে ধস নামায় এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ৪০ ফুট রাস্তার একাংশে ধস নামায় যান চলাচল ব্যাহত। যোগোযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন ১০-১২টি গ্রামের বাসিন্দারা।
8/10
![বেলুড়ের বিধান পল্লিতে কোমর-সমান জল। নামল নৌকা। সমস্যায় পড়লে নৌকা করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন স্থানীয় ক্লাবের সদস্যরা। পানীয় জল ও ত্রিপলের ব্যবস্থা করেছেন বিদায়ী কাউন্সিলর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/de9c91defbe0eb3b7f5c7a73b3731ef241d01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেলুড়ের বিধান পল্লিতে কোমর-সমান জল। নামল নৌকা। সমস্যায় পড়লে নৌকা করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন স্থানীয় ক্লাবের সদস্যরা। পানীয় জল ও ত্রিপলের ব্যবস্থা করেছেন বিদায়ী কাউন্সিলর।
9/10
![নাগাড়ে বৃষ্টিতে লাভপুরের ইন্দাস গ্রামে মাটির বাড়ি ভেঙে আহত হন বাড়ির বাসিন্দারা। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বোলপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমেছে। পুরসভার তরফে জল নামানোর চেষ্টা চলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/0596172dae990af9127fc94975cf4104835b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নাগাড়ে বৃষ্টিতে লাভপুরের ইন্দাস গ্রামে মাটির বাড়ি ভেঙে আহত হন বাড়ির বাসিন্দারা। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বোলপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমেছে। পুরসভার তরফে জল নামানোর চেষ্টা চলছে।
10/10
![নাগাড়ে বৃষ্টিতে বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার পাথরডোবা গ্রামে মাটির বাড়ি দেওয়াল ধসে মৃত্যু হয় ৬৫ বছরের গৃহকর্তার। অন্যদিকে, জেলার একাধিক নদীতে জল বেড়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীতে জলস্তর বাড়ায় তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। অন্যদিকে, শিলাবতী নদীর জল বাড়ায় সকাল থেকে জঙ্গলমহলের সঙ্গে বাঁকুড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/e52f2d8da91db420eee5a2c5fff087558693c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নাগাড়ে বৃষ্টিতে বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার পাথরডোবা গ্রামে মাটির বাড়ি দেওয়াল ধসে মৃত্যু হয় ৬৫ বছরের গৃহকর্তার। অন্যদিকে, জেলার একাধিক নদীতে জল বেড়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীতে জলস্তর বাড়ায় তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। অন্যদিকে, শিলাবতী নদীর জল বাড়ায় সকাল থেকে জঙ্গলমহলের সঙ্গে বাঁকুড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
Published at : 30 Jul 2021 03:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)