এক্সপ্লোর
Jagannath Rath Yatra 2021: রথের চাকা না গড়ালেও মাহেশে নিষ্ঠা মেনে হচ্ছে পুজো

রথের চাকা না গড়ালেও মাহেশে নিষ্ঠা মেনে হচ্ছে পুজো
1/11

করোনা আবহে এবছরও হচ্ছে না মাহেশের রথযাত্রা। তবে সকাল থেকে বিশেষ পূজার্চনা হচ্ছে। প্রথা অনুযায়ী, দেওয়া হচ্ছে ভোগ।
2/11

এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে।
3/11

এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
4/11

এ বছর ৬২৫ বছরে পা দিল মাহেশের রথযাত্রা।
5/11

আগে কাঠের রথ থাকলেও, এখন লোহার রথ ব্যবহার করা হয়।
6/11

ভারতের দ্বিতীয় ও বাংলার সবচেয়ে পুরনো মাহেশের রথ। এমনটাই অনুমান ইতিহাসবিদদের।
7/11

এখানের বিগ্রহ বহু প্রাচীন। মাহেশে ৬২৫ বছর ধরে একই বিগ্রহে পুজো হয়ে আসছে।
8/11

কথিত আছে, মহাপ্রভু শ্রীচৈতন্যদেবও এখানে জগন্নাথ দর্শনে এসেছিসেন।
9/11

মাহেশকে বলা হয় 'নব নীলাচল'। অর্থাৎ নতুন পুরী।
10/11

এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসেবে গণ্য করা হয়।
11/11

প্রতি বছর এই উপলক্ষে ২ লক্ষর বেশি ভক্তর সমাগম হয়। কিন্তু, গত ২ বছর ধরে, ভক্ত সমাগম অত্যন্ত সীমিত। (তথ্য অর্ণব মুখোপাধ্যায়, ছবি সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Published at : 12 Jul 2021 11:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
