এক্সপ্লোর
Giriraj-Mamata: মুখ্যমন্ত্রীকে 'ঠুমকা-কটাক্ষ'-এ উত্তপ্ত দিল্লি থেকে কলকাতা, BJP-কে নিশানা করে প্রতিবাদ TMC-র
TMC On Thumka Controversy: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন তৃণমূলের মহিলা সাংসদরা।
মুখ্যমন্ত্রীকে 'ঠুমকা-কটাক্ষ'-এ উত্তপ্ত দিল্লি থেকে কলকাতা, BJP-কে নিশানা করে প্রতিবাদ TMC-র
1/10

ঠুমকা বিতর্কের আঁচে উত্তপ্ত দিল্লি থেকে কলকাতা। বিজেপিকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করে পথে নামল তৃণমূল (TMC)।
2/10

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন তৃণমূলের মহিলা সাংসদরা।
3/10

এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা।
4/10

মঙ্গলবার শুরু হয়েছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। নেতাজি ইন্ডোরে চলেছিল জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন সলমন, অনিল কপূর, সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
5/10

আর এই বিষয়কে নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'ঠুমকা-কটাক্ষ' করেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ (Giriraj Singh)। তাঁর বিস্ফোরক দাবি ছিল,' যে রাজ্য়ে গরিবদের লুঠ করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেখানে মুখ্য়মন্ত্রী উৎসব করছেন, ঠুমকা করছেন, এটা উচিত নয়।
6/10

ফেস্টিভ্য়ালে 'ঠুমকা' খুব জরুরি? কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের আঁচ ছড়াল সংসদ চত্বর থেকে বিধানসভা পর্যন্ত। এরপরেই গিরিরাজের বহিষ্কারের দাবি তুলেছে তৃণমূল।
7/10

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মানুষ খেতে পারছেন না। চুরি হচ্ছে। ওসব ছাড়ুন.. গিরিরাজ বলেছেন, মুখ্যমন্ত্রী সলমন খানের সঙ্গে পারফর্ম করছেন। ব্যক্তিগত কাউকে বলেননি। '
8/10

'এবিপি-র নেওয়া গিরিরাজ সিংহ সাক্ষাৎকারে আক্রমণ করে বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বিশ্বে রয়েছেন। গোটা বাংলা দুর্নীতিতে আক্রান্ত, গরিবের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর সলমন খানের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী', মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ গিরিরাজ সিংহর।
9/10

দিল্লিতে সংসদ ভবন চত্বরে, গান্ধীমূর্তির সামনে ১০ মিনিটের ধর্নায় সামিল হন তৃণমূলের ৬ মহিলা সাংসদ।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
10/10

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন,এরকম চক্ষুলজ্জাহীন মন্ত্রী, যিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম বলছেন, এই জন্য আজ ভারতের এই অবস্থা। বিজেপির সরকার, বিজেপির মন্ত্রীরা, সবাই নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী। তাঁরা মহিলাদের পছন্দ করেন না।
Published at : 08 Dec 2023 12:45 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















