এক্সপ্লোর
আন্তর্জাতিক ভ্রমণের জন্য কোন কোন COVID-19 পরীক্ষা প্রয়োজন?
covid_5
1/8

ইতিমধ্যে নোভেল করোনা ভাইরাসঘটিত COVID-19 দ্বারা প্রচুর মানুষের অতি দ্রুত আক্রান্ত হবার দরুণ ভ্রমণ সংক্রান্ত নানা প্রশ্ন দেখা দিচ্ছে – কখন আপনার ঘোরা উচিত থেকে শুরু করে আদৌ ঘোরা উচিত কিনা পর্যন্ত সব প্রশ্নই এর মধ্যে আছে। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে নয়, গোষ্ঠীর স্বার্থেও নিরাপত্তার জন্য ভ্রমণকে পিছু হঠতে হয়েছে।
2/8

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (WHO) উপদেশ দিচ্ছে যে সব ধরণের ভ্রমণ নিষিদ্ধ করুন যদি সম্ভব হয়। এটা শুধুমাত্র ভ্রমণ বিষয়ে নয়, এই ভ্রমণের ফলে এই রোগটি বৃহৎ আকারে বৃদ্ধি পাবার অনেকগুলি সম্ভাবনা তৈরী হয়। যুক্তিসম্মতভাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়টি হল আপনার ভ্রমণের গন্তব্যস্থল। পরীক্ষা করুন – আপনার গন্তব্যস্থলে স্বাস্থ্য পরিষেবা কতটা ভাল? তারপর, যদি আপনার সংক্রমণ হয়, আপনি কি নিজেকে গৃহবন্দী করতে সক্ষম হবেন?
Published at :
আরও দেখুন






















