এক্সপ্লোর
Bizzare Airport: পাহাড় থেকে সমুদ্রের ওপর রানওয়ে, দেখুন পৃথিবীর অত্যাশ্চর্য এয়ারপোর্ট
উইনস্টন চার্চিল অ্যাভেন্যুউতে এই রানওয়ে রীতিমত ভয় ধরানো।
অবাক করা বিমানবন্দর
1/8

বিমানবন্দর আর এমনকী দেখতে। সেই এক রানওয়ে, টার্মিনাল, লাগেজ কাউন্টার- এ সবই তো ভাবছেন? কিন্তু বিশ্বে এমন কিছু রানওয়ে আছে যা দেখলে অবাক বনে যেতে হয়। কোথাও সমুদ্রের ওপর, কোথাও মাঝ রাস্তায়, কোথাও আবার রেললাইনের মাঝেই তৈরি হয়েছে বিমানবন্দর। জিব্রাল্টার এয়ারপোর্ট রাস্তার মধ্যিখানে রানওয়ে এই বিমানবন্দরের। উইনস্টন চার্চিল অ্যাভেন্যুউতে এই রানওয়ে রীতিমত ভয় ধরানো।
2/8

কানসাই এয়ারপোর্ট জাপানের ওসাকা এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি বানানো হয়েছে একেবারে কৃত্রিম দ্বীপের ওপর।
Published at : 04 Feb 2023 02:25 PM (IST)
আরও দেখুন






















