এক্সপ্লোর
Indonesia Nomad Visa: কর দিতে হবে না এক পয়সা, পাঁচ বছরের জন্য 'যাযাবর ভিসা' দিচ্ছে ইন্দোনেশিয়া
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/61524f960622fa676d102ced2260f22b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিটিআই।
1/10
![অতিমারিতে ওয়র্ক ফ্রম হোম সংস্কৃতির সঙ্গে কমবেশে সকলেই অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। সেই আবহেই লোভনীয় সুযোগ নিয়ে হাজির ইন্দোনেশিয়া সরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/d0096ec6c83575373e3a21d129ff8fef88e9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতিমারিতে ওয়র্ক ফ্রম হোম সংস্কৃতির সঙ্গে কমবেশে সকলেই অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। সেই আবহেই লোভনীয় সুযোগ নিয়ে হাজির ইন্দোনেশিয়া সরকার।
2/10
![বাড়ি থেকে কাজে প্রথম প্রথম উৎসাহ পেলেও, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি একঘেয়ে হয়ে উঠেছে। সহকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ না হওয়া, ফোনে-মেসেজে সমন্বয়ের অভাব, মেজাজটাই বিগড়ে দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800c3497.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাড়ি থেকে কাজে প্রথম প্রথম উৎসাহ পেলেও, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি একঘেয়ে হয়ে উঠেছে। সহকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ না হওয়া, ফোনে-মেসেজে সমন্বয়ের অভাব, মেজাজটাই বিগড়ে দেয়।
3/10
![কিন্তু চারিপাশে মনোরম দৃশ্য, সবুজের প্রলেপের মধ্যে যদি থাকতেন! ওয়র্ক ফ্রম হোম কি ততটাও একঘেয়ে লাগত! মন বুঝেই তাই নতুন সুযোগ নিয়ে হাজির ইন্দোনেশিয়া সরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/156005c5baf40ff51a327f1c34f2975b34f03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু চারিপাশে মনোরম দৃশ্য, সবুজের প্রলেপের মধ্যে যদি থাকতেন! ওয়র্ক ফ্রম হোম কি ততটাও একঘেয়ে লাগত! মন বুঝেই তাই নতুন সুযোগ নিয়ে হাজির ইন্দোনেশিয়া সরকার।
4/10
![নতুন ‘যাযাবর ভিসা’ চালু করছে ইন্দোনেশিয়া সরকার, যাতে অফিস যাওয়ার প্রয়োজন হয় না যাঁদের, তাঁরা গিয়ে বালির মতো দ্বীপে আরাম করে থাকতে পারেন, একই সঙ্গে কাজও চালিয়ে যেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/fe5df232cafa4c4e0f1a0294418e56600f211.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন ‘যাযাবর ভিসা’ চালু করছে ইন্দোনেশিয়া সরকার, যাতে অফিস যাওয়ার প্রয়োজন হয় না যাঁদের, তাঁরা গিয়ে বালির মতো দ্বীপে আরাম করে থাকতে পারেন, একই সঙ্গে কাজও চালিয়ে যেতে পারেন।
5/10
![ওই ভিসার অধীনে পাঁচ বছর পর্যন্ত করছাড় পাবেন সকলে। অর্থাৎ কর না দিয়েই ইন্দোশেনিয়ায় প্রকৃতির কোলে পাঁচ বছর কাটানোর সুযোগ। বালি-সহ দেশের যে কোনও জায়গাতেই থাকা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/8cda81fc7ad906927144235dda5fdf158c341.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওই ভিসার অধীনে পাঁচ বছর পর্যন্ত করছাড় পাবেন সকলে। অর্থাৎ কর না দিয়েই ইন্দোশেনিয়ায় প্রকৃতির কোলে পাঁচ বছর কাটানোর সুযোগ। বালি-সহ দেশের যে কোনও জায়গাতেই থাকা যাবে।
6/10
![ডিজিটাল মাধ্যমে এই ‘যাযাবর ভিসা’ দেওয়া হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। বিশ্বের যে কোনও দেশের বাসিন্দারাই এই ভিসার জন্য আবেদন জানাতে পারবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/799bad5a3b514f096e69bbc4a7896cd9afc0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিজিটাল মাধ্যমে এই ‘যাযাবর ভিসা’ দেওয়া হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। বিশ্বের যে কোনও দেশের বাসিন্দারাই এই ভিসার জন্য আবেদন জানাতে পারবেন।
7/10
![ইন্দোনেশিয়া সরকারের আশা, অন্তত ৩৫ লক্ষ মানুষের কাছ থেকে এই ভিসার আওতায় সাড়া মিলবে। ফ্রিল্যান্স করেন যাঁরা এবং বাড়ি থেকে কাজ করেন, তাঁদের জন্যই এই সুযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/30e62fddc14c05988b44e7c02788e18750c33.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইন্দোনেশিয়া সরকারের আশা, অন্তত ৩৫ লক্ষ মানুষের কাছ থেকে এই ভিসার আওতায় সাড়া মিলবে। ফ্রিল্যান্স করেন যাঁরা এবং বাড়ি থেকে কাজ করেন, তাঁদের জন্যই এই সুযোগ।
8/10
![সাম্প্রতিক কালে পশ্চিমি দেশের মানুষদের কাছে ইন্দোনেশিয়ার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। দূষণমুক্ত পরিবেশ, সবুজের মাঝে নিজেদের নতুন করে খুঁজে পান তাঁরা। সেই সঙ্গে রয়েছে আধ্যাত্মিকতার যোগও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/ae566253288191ce5d879e51dae1d8c32532c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাম্প্রতিক কালে পশ্চিমি দেশের মানুষদের কাছে ইন্দোনেশিয়ার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। দূষণমুক্ত পরিবেশ, সবুজের মাঝে নিজেদের নতুন করে খুঁজে পান তাঁরা। সেই সঙ্গে রয়েছে আধ্যাত্মিকতার যোগও।
9/10
![ইন্দোনেশিয়া সরকারের দাবি, ২০২১ সালেই এই ‘যাযাবর ভিসা’ চালুর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু করোনা সঙ্কট সেই কাজে বাধা হয়ে দাঁড়ায়। তাই করোনা মিটতেই নতুন করে উদ্যোগ শুরু হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/032b2cc936860b03048302d991c3498fbcc1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইন্দোনেশিয়া সরকারের দাবি, ২০২১ সালেই এই ‘যাযাবর ভিসা’ চালুর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু করোনা সঙ্কট সেই কাজে বাধা হয়ে দাঁড়ায়। তাই করোনা মিটতেই নতুন করে উদ্যোগ শুরু হয়েছে।
10/10
![তবে এ ক্ষেত্রে একটাই শর্ত, যে বা যাঁরা ‘যাযাবর ভিসা’র জন্য আবেদন করবেন, তাঁরা ইন্দোনেশিয়ার কোনও সংস্থার হয়ে কাজ করতে পারবেন না। বাইরের কোনও সংস্থায় কর্মরত হতে হবে তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/18e2999891374a475d0687ca9f989d830aa84.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে এ ক্ষেত্রে একটাই শর্ত, যে বা যাঁরা ‘যাযাবর ভিসা’র জন্য আবেদন করবেন, তাঁরা ইন্দোনেশিয়ার কোনও সংস্থার হয়ে কাজ করতে পারবেন না। বাইরের কোনও সংস্থায় কর্মরত হতে হবে তাঁদের।
Published at : 30 Jun 2022 11:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)