এক্সপ্লোর
Joe Biden: "কে পুতিনকে এই কাজের অধিকার দিয়েছে"? সংঘাত আবহে কড়া বার্তা বাইডেনের
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/d8c7845e3a4a454428f92331c91896e5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
biden
1/7
![ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার একটি ভাষণে এমনটাই বলেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/73a13432bea7454321f3b22a7db44f5cbd84f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার একটি ভাষণে এমনটাই বলেছেন তিনি।
2/7
![জো বাইডেন বলেন,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/2e15a632f57803cd93b5d2f9e9da8e86c60ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জো বাইডেন বলেন, "কোন ভগবানের নামে পুতিন নিজেকে এই কাজের অধিকার দিয়েছে?" বাইডেন বলেছেন পূর্ব ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ এক আক্রমণের সূচনার সমান।
3/7
![মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হচ্ছে। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করেছে রাশিয়ার সেনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/91bc7ee1e5d6ad8a1c739055e493733e514dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হচ্ছে। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করেছে রাশিয়ার সেনা।
4/7
![ইউক্রেন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের দাবির বিষয়ে, বাইডেন বলেছেন,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/2dcd67a4f0a8eaf343f52cf9fa1a67d1fed56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইউক্রেন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের দাবির বিষয়ে, বাইডেন বলেছেন, "আমাদের কাউকেই বোকা বানানো যাবে না।"
5/7
![সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/00b75b63095fa765a087a439c76c9b0aeb726.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন।
6/7
![তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়। যদিও মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/e966aef740cf25f2ddec3564a3707beabcb5f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়। যদিও মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
7/7
![ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/8b6bd49d9be22ac13dfccd631d416258860fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।
Published at : 23 Feb 2022 07:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)