এক্সপ্লোর
Village for Sale: ছবির মতো সাজানো গ্রাম, পকেটের রেস্ত থাকলেই হল, কিনতে পারেন যে কেউ
Spanish Village: বাড়ি-গাড়ি অন্য বিষয়, কিন্তু আস্ত একটি গ্রামের মালিক যদি হতে পারেন! সুযোগ হাতের কাছেই। আর থাকতে হবে পকেটের রেস্ত।

ছবি: ভিডিও গ্রাম।
1/11

স্বপ্নের বাড়ি এবং শখের গাড়ি, রোজগেরে হলে প্রথমেই মাথায় আসে দুই জিনিস কেনার। কিন্তু আস্ত একটি গ্রামের মালিক যদি পারেন! হাতের নাগালে এ বার সেই সুযোগ।
2/11

যে সে গ্রাম নয়, ছবির মতো সাজানো স্পেনের গ্রাম ‘সালতো ডি কাস্ত্রো’ কিনতে পারেন যে কেউ। দামও আহামরি কিছু নয়।
3/11

স্পেনের ওই গ্রামটি বিগত ৩০ বছর ধরে জনবসতিহীন। সম্প্রতি সেটি বিক্রি করতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। দাম রাখা হয়েছে ২ লক্ষ ২৭ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ১৬ লক্ষ ৮৭ হাজার ৮৩১ টাকা।
4/11

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সড়ক পথে তিন ঘণ্টা। পর্তুগাল সীমান্ত লাগোয়া জামোরা প্রদেশের অন্তর্গত ‘সালতো ডি কাস্ত্রো’ গ্রাম।
5/11

সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রামটিতে ৪৪টি বাড়ি রয়েছে। রয়েছে একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, পৌরসভার সুইমিং পুল, এমনকি পুলিশ, সেনা থাকার আবাসনও রয়েছে।
6/11

এর আগে, ২০০০ সালের আশেপাশে এক ব্যক্তি ওই গ্রামটি কিনে নেন। সেটিকে পর্যটন কেন্দ্র করে তোলাই লক্ষ্য ছিল তাঁর। ইউরোপিয়ান ইউনিয়ন ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ায়, সেই স্বপ্ন সফল হয়নি।
7/11

কিন্তু নিজে সফল না হলেও, আশা ছাড়তে নারাজ ওই ব্য়ক্তি। স্পেনের সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট, ‘আইডিয়ালিস্তা’য় ওই গ্রামটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। তাতে গ্রামের বর্তমান মালিক জানিয়েছেন, তিনি শহুরে মানুষ। গ্রামটির যত্ন নেওয়ার যোগ্য নন
8/11

এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষ ওই বিজ্ঞাপনটি দেখেছেন। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম এবং রাশিয়া থেকে ৩০০-র বেশি মানুষ ওই গ্রাম কিনতে আগ্রহও প্রকাশ করেছেন।
9/11

পাঁচের দশকে ‘ইবারদুয়েরো’ নামের একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কর্মীদের বসবাসের জন্য ওই গ্রামটিকে বেছে নিয়েছিল।
10/11

কিন্তু প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর, সকলে নিজ নিজ বাড়িতে ফিরে যান। তার পর আটের দশক থেকে ওই গ্রামটি খালি পড়ে রয়েছে।
11/11

image 10
Published at : 13 Nov 2022 03:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
