এক্সপ্লোর
YouTuber Jyoti Malhotra: 'অপারেশন সিন্দুর' আর 'ব্ল্যাকআউট ফেজ'-এও দানিশের সঙ্গে জ্যোতির চ্যাট? পরে ডিলিট, বিরাট তথ্য এল সামনে
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির থেকে উদ্ধার করা হয়েছে ৩টি মোবাইল ও একটি ল্যাপটপ। এই সব ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ধরা পড়ার আগেই পাক-হ্যান্ডলারদের চ্যাট ডিলিট করেছিল জ্যোতি!
1/8

ISI-এর সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ যোগাযোগ এবার প্রকাশ্যে। গোয়েন্দাদের হাতে এসেছে অকাট্য প্রমাণ। ISI আধিকারিক আলি হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে সামনে।
2/8

পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির থেকে উদ্ধার করা হয়েছে ৩টি মোবাইল ও একটি ল্যাপটপ। এই সব ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। জ্যোতি তার মোবাইল থেকে দানিশ ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তাদের চ্যাট মুছে ফেলেছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। তাতেই বাড়ছে সন্দেহ।
Published at : 20 May 2025 03:25 PM (IST)
আরও দেখুন






















