এক্সপ্লোর
PM Modi: লাগবে না পেট্রোল, নেই ডিজেলও! 'ম্যাজিক জ্বালানি'তে তরতরিয়ে ছুটবে নৌকা!
Hydrogen Powered Ferry: বুধবার এরই উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেমন এই জলযান?

ছবি: X হ্যান্ডেল
1/8

পেট্রোল নয়, ডিজেলও নয়। জ্বালানি জোগাবে হাইড্রোজেন ফুয়েল সেল। তাতেই জলের উপর তরতরিয়ে চলবে ফেরি। ভারতেই তৈরি হয়েছে এমন জলযান।
2/8

বুধবার এরই উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও দূষণ নেই, শব্দদূষণও নেই।
3/8

গোটা বিশ্ব যখন দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তিত, তখন পথ দেখাবে এমনই জলযান।
4/8

কোচিন শিপইয়ার্ডে তৈরি হয়েছে এই ফুয়েল সেল ফেরি (Fuel Cell Ferry)। জলযানের জ্বালানি হিসেবে ব্য়বহার হয়েছে গ্রিন হাইড্রোজেন। ২০৭০ সালের মধ্যে নেট জিরো এমিশন (Net Zero Emission)-এর লক্ষ্য রয়েছে ভারতের। সেই লক্ষ্য়েই এমন কাজ।
5/8

Harit Nauka Initiative-এর অধীনে এই পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছে। Maritime Sector-এ প্রযুক্তি নিয়ে কাজ চলছে এর অধীনে।
6/8

ডিজেলচালিত ভেসেল বা জলযানে প্রবল দূষণ ছড়ায়। এদিকে ভারতে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম জলপথ। হাইড্রোজেল ফুয়েল সেল-জলযান চললে এবং তা লাভজনক হলে নতুন দিগন্ত খুলে যাবে। ভাল হবে পরিবেশের জন্যও।
7/8

তামিলনাড়ু থেকে ভার্চুয়াল মোডে মোদি এই হাই়ড্রোজেল ফুয়েল সেল চালিত জলযান উদ্বোধন করেন।
8/8

বুধবার নরেন্দ্র মোদি তামিলনাড়ু তুতিকোরিনে ভিও চিদাম্বারানার পোর্টে- ভারতের প্রথম হাইড্রোজেন হাব পোর্ট পরিদর্শন করেন
Published at : 28 Feb 2024 09:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
