এক্সপ্লোর
Baby Elephant Rescued:জলের খাঁড়িতে পড়ে ছটফট করছিল হস্তিশাবক, দুরন্ত উদ্ধার বনকর্মীদের! ভাইরাল ভিডিও
Viral Video: বনের গভীরেই যদি মায়ের কোল থেকে তার শিশু হারিয়ে যায়? এমন অবস্থায় মা ও শিশু ঠিক কী রকম ছটফট করতে থাকে, তা দেখেছিলেন মুড়ুমালাই টাইগার রিজার্ভের বন দফতরের কর্মীরা। তার পর?
জলের খাঁড়িতে পড়ে ছটফট করছিল হস্তিশাবক, দুরন্ত উদ্ধার বনকর্মীদের! ভাইরাল ভিডিও (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
1/9

'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে', এ মোটামুটি আমরা সকলেই জানি। কিন্তু বনের গভীরেই যদি মায়ের কোল থেকে হারিয়ে যায় শিশু? এমন অবস্থায় মা ও শিশু ঠিক কী রকম ছটফট করতে থাকে, তা দেখেছিলেন মুড়ুমালাই টাইগার রিজার্ভের বন দফতরের কর্মীরা। মাদি হাতিটি তখন উদ্বেগে দিশাহারা, তার সন্তান পড়ে গিয়েছে জলের খাঁড়িতে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
2/9

ছোট একটি হাতি জলের খাঁড়িতে পড়ে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। টহলে বেরিয়ে এই দৃশ্য নজরে পড়ে তামিলনাড়ুর মুড়ুমালাই টাইগার রিজার্ভের বনকর্মীদের। সঙ্গে দেখেন, অদূরেই একটি মাদি হাতি উদ্বিগ্ন হয়ে ঘোরাফেরা করছে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
Published at : 25 Jun 2024 05:08 PM (IST)
আরও দেখুন






















