এক্সপ্লোর
Viral News: ঝড়ের গতিতে বোর্ডে ফুটে উঠছে লেখা, একাধিক রেকর্ড এই বিস্ময় বালিকার
Adi Swaroopa: অনেকদিন আগেই এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়েছিল। বছর গড়িয়েও সেই ভিডিও ভাইরাল।

ছবি: আদি স্বরূপার ইন্সটাগ্রাম প্রোফাইল
1/10

দুইহাতে চক। দুই হাত একসঙ্গে চলছে ঝড়ের গতিতে। আর বোর্ডে ফুটে উঠছে একের পর এক ইংরেজি লাইন। বেশ অনেকদিন আগেই এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়েছিল।
2/10

বছর গড়িয়েও সেই ভিডিও ভাইরাল। যে কিশোরী এমন লিখছে তার নাম আদি স্বরূপ। কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা।
3/10

অদ্ভুত এই ক্ষমতার পরিচয় অনেকদিন আগেই দিয়েছিল আদি স্বরূপ। ১ মিনিটে দুহাতে (বাঁ দিক থেকে ডান দিকে) সবচেয়ে বেশি শব্দ লেখার জন্য ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে এই কিশোরী।
4/10

এই ক্ষমতাকে বলা হয় অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous)। দুই হাত সমান তালে চলতে পারে। একই সঙ্গে দুটি হাত দিয়েই লিখতে পারেন।
5/10

এমন ক্ষমতা থাকলেই তাঁকে অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous) বলা হয়। বাংলায় এর অর্থ সব্যসাচী।
6/10

ভিস্য়ুয়াল মেমোরি আর্ট-এর ক্ষেত্রেও রেকর্ড করেছে এই কিশোরী। লাইন আর্টের মাধ্য়মে বিভিন্ন বার্তা ফুটিয়ে তুলতে পারে ওই কিশোরী। 'Trapped Education'-থিমের উপর ভিস্যুয়াল মেমোরি আর্ট তৈরি করেছিল কিশোরী।
7/10

শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে তৈরি হয়েছিল ওই শিল্প। তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২১ (India Book of Records 2021)-এ নাম উঠেছে ওই কিশোরীর।
8/10

২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর ম্য়াঙ্গালোরে জন্ম আদি স্বরূপের। দক্ষিণ ভারতের সংবাদমাধ্যম ম্যাঙ্গালোর টুডে সূত্রে খবর, প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়নি আদি স্বরূপা। বাবা-মায়ের কাছে পড়াশোনা করেছে সে।
9/10

স্বরূপ অধ্যয়ন কেন্দ্রের পড়ুয়া সে। তার বাবা গোপারকর 'স্বরূপ অধ্যয়ন সমূহ'-এর ডিরেক্টর। ছোটবেলা থেকেই লেখার এই ক্ষমতা ছিল বলে জানিয়েছেন ওই কিশোরীর বাবা-মা।
10/10

গিটার, কি-বোর্ড, হিন্দুস্তানি সঙ্গীতও শিখেছে আদি স্বরূপা। ছোট থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছে এই কিশোরী। ছবি: আদি স্বরূপার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
Published at : 16 Dec 2022 11:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
