এক্সপ্লোর
Kashmir Snowfall: তুষারে ঢাকা উপত্যকা! নৈসর্গিক সৌন্দর্য নিয়ে হাতছানি কাশ্মীরের
Jammu and Kashmir:তুষারপাতের কারণে পর্যটকরা খুশি হলেও সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

প্রবল ঠান্ডার মরসুম, তারই মাঝে নতুন করে তুষারপাত। বরফে ঢাকল গোটা কাশ্মীর উপত্যকা।
2/10

কাশ্মীরের শ্রীনগর উপত্যকা এবং জম্মু উপত্যকার একটি বড় অংশে তুষারপাত হয়েছে। সাদা বরফে ঢেকেছে গোটা এলাকা।
3/10

তুষারপাতের কারণে পর্যটকরা খুশি হলেও সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে। বরফের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
4/10

ভারী তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, টানা তুষারপাতের কারণে ওই সময় দৃশ্যমানতা কমে ২০০ মিটার হয়ে গিয়েছিল।
5/10

তুষারপাতের কারণে বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত রেল যোগাযোগও বিপর্যস্ত। সূত্রের খবর, রেল লাইন থেকে বরফ সরে না যাওয়া পর্যন্ত রেল যোগাযোগ শুরু হবে না।
6/10

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় তুষারের জন্য। পাশাপাশি, চান্দেরকোট ও বানিহালের মাঝে ধসের সমস্যাও রয়েছে।
7/10

পড়াশোনাতেও ধাক্কা। ভারী তুষারপাতের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং শ্রীনগর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সোমবারের সব পরীক্ষা স্থগিত রেখেছে। স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিন এবং অন্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
8/10

শ্রীনগর ও অন্যান্য এলাকায় রাস্তা, মাঠে তুষারের পুরু স্তর।
9/10

টানা তুষারপাত চললেও, সাফ করতে লাগাতার কাজ চলছে। বরফ সরিয়ে রাস্তা খোলার কাজে ব্যস্ত প্রশাসন।
10/10

এদিনই কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার অন্তিম পর্বের অনুষ্ঠান আয়োজন হয়েছে। তুষারপাতের মধ্যেই ভিড় সমর্থকদের। বক্তব্য রেখেছেন রাহুল গাঁধী। সব ছবি: PTI
Published at : 30 Jan 2023 04:15 PM (IST)
View More
Advertisement
Advertisement






















