এক্সপ্লোর
National Handloom Day 2023: নানা প্রদেশ নানা ডিজাইন!বৈচিত্র্যকে একসুতোয় বাঁধে শিল্পীর হাতের তাঁত
Handloom Day 2023:এখন চাহিদার প্রয়োজনে যন্ত্রচালিত তাঁতের প্রাধান্য থাকলেও হস্তচালিত তাঁতের সমাদর একটুও কমেনি।
নিজস্ব চিত্র
1/10

কোনও দেশের সংস্কৃতির ধারক ও বাহক বলতে যা হয়, সেগুলির মধ্যে অন্যতম বস্ত্র। সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্ম, ইতিহাস থেকে শুরু সমসাময়িক লোককথা থেকে রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি- এসবই বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে ওঠে বস্ত্রে।
2/10

ভারতের ক্ষেত্রেও বিষয়টি অন্যরকম নয়। ভারতেও বস্ত্র উৎপাদন বহু প্রাচীন পেশা, এর সঙ্গে জড়িয়ে বিপুল মানুষের জীবিকা। এখন চাহিদার প্রয়োজনে যন্ত্রচালিত তাঁতের প্রাধান্য থাকলেও হস্তচালিত তাঁতের সমাদর একটুও কমেনি।
Published at : 07 Aug 2023 05:06 PM (IST)
Tags :
National Handloom Day 2023আরও দেখুন






















