এক্সপ্লোর
(Source: Poll of Polls)
National Handloom Day 2023: নানা প্রদেশ নানা ডিজাইন!বৈচিত্র্যকে একসুতোয় বাঁধে শিল্পীর হাতের তাঁত
Handloom Day 2023:এখন চাহিদার প্রয়োজনে যন্ত্রচালিত তাঁতের প্রাধান্য থাকলেও হস্তচালিত তাঁতের সমাদর একটুও কমেনি।
নিজস্ব চিত্র
1/10

কোনও দেশের সংস্কৃতির ধারক ও বাহক বলতে যা হয়, সেগুলির মধ্যে অন্যতম বস্ত্র। সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্ম, ইতিহাস থেকে শুরু সমসাময়িক লোককথা থেকে রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি- এসবই বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে ওঠে বস্ত্রে।
2/10

ভারতের ক্ষেত্রেও বিষয়টি অন্যরকম নয়। ভারতেও বস্ত্র উৎপাদন বহু প্রাচীন পেশা, এর সঙ্গে জড়িয়ে বিপুল মানুষের জীবিকা। এখন চাহিদার প্রয়োজনে যন্ত্রচালিত তাঁতের প্রাধান্য থাকলেও হস্তচালিত তাঁতের সমাদর একটুও কমেনি।
3/10

ভারতের গ্রাম ও মফস্বলের জীবন-জীবিকা, নীতি-বিচার এবং যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁত। যার মধ্যে দিয়ে ফুটে ওঠে ভারতের যত্নে লালন করা বৈচিত্র্য।
4/10

ভারতের হস্তচালিত তাঁত, তাঁতশিল্পী এবং তাঁতের সঙ্গে জড়িত সব মানুষকে সম্মান জানাতেই পালিত হয় জাতীয় তন্তু দিবস বা National Handloom Day. প্রতিবছর ৭ আগস্ট দিনটি পালন করা হয়।
5/10

mygov.in ওয়েবসাইটে বলা হচ্ছে, ১৯০৫ সালের ৭ আগস্ট স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল যার মাধ্যমে ব্রিটিশ পণ্যকে বর্জন করে দেশীয় পণ্য, বিশেষ করে দেশের তাঁতজাত দ্রব্য ব্যবহারের বার্তা দেওয়া হয়েছিল।
6/10

সেই বিষয়টিকে স্মরণে রেখেই এই দিনটি পালন শুরু হয়েছে। ২০১৫ সালের ৭ আগস্ট চেন্নাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই দিনটি পালনের কথা বলেন।
7/10

২০২৩ সালে জাতীয় তন্তু দিবসের থিম হল 'Handlooms for Sustainable Fashion'. পরিবেশবান্ধব পদ্ধতিতে হস্তচালিত তাঁতের মাধ্যমে ফ্যাশনেবল জামাকাপড় তৈরির লক্ষ্য নেওয়া হচ্ছে। দিনটি উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠান হচ্ছে।
8/10

এ দিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হস্তচালিত তাঁতের মাধ্যমে স্থানীয় উৎপাদনকে আরও বেশি করে সামনে নিয়ে আসার কথা বলেন প্রধানমন্ত্রী। একাধিক প্রকল্পের মাধ্যমে বয়নশিল্পী, হস্তশিল্পীদের কাজ বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার কাজ চলছে বলেও জানিয়েছেন।
9/10

দেশের শিল্পীদের তৈরি দ্রব্য বিশ্বের বাজারে উপস্থিত করার জন্য বহুজাতিক সংস্থাগুলির মার্কেটিং চেন ব্য়বহারের কাজও করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
10/10

এদিন নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে চলা National Handloom Day উদযাপনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই মেলায় থাকা বিভিন্ন স্টল ঘুরে দেখলেন নরেন্দ্র মোদি। কথা বললেন শিল্পীদের সঙ্গেও।
Published at : 07 Aug 2023 05:06 PM (IST)
Tags :
National Handloom Day 2023আরও দেখুন
Advertisement
Advertisement























