এক্সপ্লোর
IPS Success Story: বাইশেই সফল IPS ওড়িশার কাম্য, কীভাবে সাফল্য এল ?
Kamyaa Misra: UPSC জয় ওড়িশার কাম্য মিশ্রর। মাত্র ২২ বছরেই কোনও কোচিং ছাড়াই নিজের চেষ্টায় IPS অফিসার হয়েছেন কাম্য মিশ্র। তাঁর সাফল্যের মূলমন্ত্র কী জানেন ?
ছবি- কাম্য মিশ্রর ইনস্টাগ্রাম
1/9

UPSC জয় ওড়িশার কাম্য মিশ্রর। মাত্র ২২ বছরেই কোনও কোচিং ছাড়াই নিজের চেষ্টায় IPS অফিসার হয়েছেন কাম্য মিশ্র। তাঁর সাফল্যের মূলমন্ত্র কী জানেন ? ছবি- ইনস্টাগ্রাম
2/9

দেশের কঠিন পরীক্ষার মধ্যে শীর্ষে আছে UPSC। আর এই পরীক্ষাতেই অনেকে ব্যতিক্রমী প্রতিভায় একবারেই সাফল্য পেয়ে যান। কাম্য মিশ্র তাঁদেরই একজন। ছবি- ইনস্টাগ্রাম
3/9

মাত্র ২২ বছর বয়সেই IPS অফিসার হয়ে নজির গড়েছেন কাম্য মিশ্র। প্রথমবার পরীক্ষা দিয়েই UPSC উত্তীর্ণ হয়েছেন কাম্য। ছবি- ইনস্টাগ্রাম
4/9

ছোটবেলা থেকেই খুবই মেধাবী কাম্য। দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে তিনি জেলার মধ্যে রেকর্ড নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন। ছবি- ইনস্টাগ্রাম
5/9

তারপর শ্রীরাম কলেজে ভর্তি হন কাম্য, পড়ার পাশাপাশি প্রস্তুতি নিতে শুরু করেন তখন থেকেই। ছবি- ইনস্টাগ্রাম
6/9

স্নাতক ডিগ্রির সাধারণ গতে বাঁধা পড়ার বাইরে কাম্যর জীবনে একটা অন্য লক্ষ্য ছিল। স্বপ্ন ছিল একদিন IPS অফিসার হবেন। ছবি- ইনস্টাগ্রাম
7/9

আর সেই লক্ষ্যেই UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন কাম্য মিশ্র। বলা ভাল, নিজে নিজেই প্রস্তুতি নিয়েছেন কাম্য। ছবি- ইনস্টাগ্রাম
8/9

কোনও কোচিং ছাড়াই ২০১৯ সালের UPSC পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন ওড়িশার কাম্য মিশ্র। ১৭২ র্যাঙ্ক অর্জন করেছিলেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
9/9

প্রথমে তাঁকে হিমাচল প্রদেশের ক্যাডারে নিযুক্ত হন কাম্য, তারপর তাঁকে পাঠান হয় বিহার ক্যাডারে। ২০২১ সালে বিহার ক্যাডারেরই অবধীশ সরোজ নামের আরেক আইপিএস অফিসারকে বিবাহ করেন কাম্য মিশ্র। ছবি- ইনস্টাগ্রাম
Published at : 16 Feb 2024 01:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























