এক্সপ্লোর
World Children’s Day 2023: অধিকার রয়েছে শিশুরও, তাদের জন্যই এই দিনটি! কীভাবে শুরু হয়েছিল?
Child Rights:প্রথম ১৯৫৪ সালে সর্বজনীন শিশু দিবস হিসাবে পালিত হয় দিনটি।
নিজস্ব চিত্র
1/8

ভারতে শিশুদিবস পালিত হয় ১৪ নভেম্বর। তার সঙ্গেই শিশুদের জন্য বছরের আরও একটি দিন রয়েছে। ২০ নভেম্বর, এই দিনটি বিশ্ব শিশুদিবস হিসেবে পালিত হয়ে থাকে।
2/8

শিশুদের অধিকার, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হয় এই দিনটি। ১৯৫৯ সালে এই দিনেই UN General Assembly- Declaration of the Rights of the Child আনে। সেই কারণে এই দিনটিকেই বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয়।
Published at : 20 Nov 2023 07:42 AM (IST)
Tags :
World Children Dayআরও দেখুন






















