এক্সপ্লোর
World Children’s Day 2023: অধিকার রয়েছে শিশুরও, তাদের জন্যই এই দিনটি! কীভাবে শুরু হয়েছিল?
Child Rights:প্রথম ১৯৫৪ সালে সর্বজনীন শিশু দিবস হিসাবে পালিত হয় দিনটি।
নিজস্ব চিত্র
1/8

ভারতে শিশুদিবস পালিত হয় ১৪ নভেম্বর। তার সঙ্গেই শিশুদের জন্য বছরের আরও একটি দিন রয়েছে। ২০ নভেম্বর, এই দিনটি বিশ্ব শিশুদিবস হিসেবে পালিত হয়ে থাকে।
2/8

শিশুদের অধিকার, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হয় এই দিনটি। ১৯৫৯ সালে এই দিনেই UN General Assembly- Declaration of the Rights of the Child আনে। সেই কারণে এই দিনটিকেই বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয়।
3/8

প্রথম ১৯৫৪ সালে সর্বজনীন শিশু দিবস হিসাবে পালিত হয় দিনটি। এখন, এটি আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রচার, শিশু কল্যাণ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর ২০ নভেম্বর পালিত হয়।
4/8

এই দিনে United Nation-এর জেনারেল অ্যাসেম্বলি শিশু অধিকারের ঘোষণাপত্র গৃহীত করে। একই দিনে, UNGA শিশু অধিকার সনদ গ্রহণ করে।
5/8

১৯৯০ সালের পরে, এই দিনটি সেই তারিখের বার্ষিকীও পালন করে যখন UNGA শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণা এবং কনভেনশন দুটোই পাস করেছিল।
6/8

বিশ্ব শিশু দিবসে শিশু অধিকার এবং তাদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সকল পেশার মানুষ যোগদান করতে পারেন।
7/8

বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোয় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট।
8/8

দিল্লির নর্থ ব্লক, সাউথ ব্লক, সংবিধান সদন-সহ একাধিক ভবন আলোয় সাজানো হয়েছে।
Published at : 20 Nov 2023 07:42 AM (IST)
Tags :
World Children Dayআরও দেখুন
Advertisement
Advertisement























