এক্সপ্লোর
Seven Wonders: চিচেন ইৎজা থেকে তাজমহল: দুনিয়ার সপ্তাশ্চর্যের রূপ ও রহস্য
প্রাচীন হেলেনীয় সভ্যতার পর্যটকদের কাছ থেকে সপ্তাশ্চর্যের ধারণা চলে আসে
আজও একইভাবে মানুষের মনে বিস্ময় রেখে চলেছে এই স্থাপত্যগুলি
1/8

প্রাচীন হেলেনীয় সভ্যতার পর্যটকদের কাছ থেকে সপ্তাশ্চর্যের ধারণা চলে আসে। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ২০০৭ সালে ১০০ মিলিয়ন ভোটের মাধ্যমে পৃথিবীর সাত বিস্ময় নির্ধারণ করেছিল। পর্তুগালের রিসবনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ বিস্ময়ের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে মেক্সিকোর চিচেন ইংজা, রুমের কলোসিয়াম, আমেরিকার মাচু পিচু, চীনের গ্রেট ওয়াল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, জর্ডানের পেত্রা ও ভারতের তাজমহল।
2/8

পৃথিবীর সাত বিশ্বের মধ্যে অন্যতম হলো মেক্সিকোর চিচেন ইংজা। এই পিরামিডের শীর্ষে আরোহন করার জন্য ৩৬৫ টি সিঁড়ি রয়েছে। মায়া সভ্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এ পিরামিডটি। মায়া সভ্যতাই প্রথম ৩৬৫ দিনের বর্ষপঞ্জির প্রচলন করেছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকার মধ্যেও এটি রয়েছে।
Published at : 28 Oct 2023 07:22 AM (IST)
আরও দেখুন






















