এক্সপ্লোর
নজির গড়ল 'দিল বেচারা', আইএমডিবিতে রেটিং দশে-দশ, পরে কমে ৯.৮
1/5

একটা সময় রেটিং ১০-এ পৌঁছে যায় । সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিলেন। পরে অবশ্য কিছুটা রেটিং কমে যায়। শনিবার দুপুরে রেটিং সামান্য কমে দাঁড়ায় ৯.৮। শুক্রবার সন্ধেয় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। তারপরই আইএমডিবি'তে হু হু করে রেটিং বাড়তে থাকে। সুশান্ত সিংহ রাজপুতের ছবি দেখে কার্যত আপ্লুত নেট দুনিয়া। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় আবেগ ধরে রাখতে পারেনি।
2/5

শুক্রবার সন্ধে থেকে ০.২ রেটিং কমলেও এখনও বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার শীর্ষে আছে ‘দিল বেচারা’।
Published at :
আরও দেখুন






















