তবে ব্যাটিংয়ে পিছিয়ে পড়ছেন তিনি। এগিয়ে পন্থ। কেউ কেউ তাই মনে করছেন, পন্থকে শুধু ব্যাটসম্যান হিসাবেও খেলানো যেতে পারে। সেক্ষেত্রে ঋদ্ধিমানকে উইকেটকিপার হিসাবে খেলানোর দাবি উঠছে। ইংল্যান্ড সিরিজের আগে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।
2/5
উইকেটকিপার হিসাবে ঋদ্ধিই যে বিশ্বসেরা, এক বাক্যে মেনে নিচ্ছেন প্রাক্তন তারকা ও বিশেষজ্ঞরা।
3/5
এরপর ঋদ্ধিমান সাহার টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
4/5
সিরিজের প্রথম দিকে উইকেটকিপার হিসাবে খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। পরে সুযোগ পান পন্থ। সিডনিতে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলার পর ব্রিসবেনে ম্যাচ জেতালেন। ম্যাচের পর কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, ঋষভই বিদেশের মাটিতে তাঁদের প্রথম পছন্দ। শাস্ত্রী বলেছেন, 'ওর কিপিং নিয়ে সমালোচনা হয়েছে। তবে ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারে। যেটা করে দেখাল। ওই বিদেশে আমাদের প্রথম পছন্দ।'