এক্সপ্লোর
Annapurna Puja: চলতি মাসেই অন্নপূর্ণা পুজো, কোন মন্ত্রে দেবী বোধন করলে দূর হবে অর্থাভাব?
Annapurna Puja Date: জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়কালে যদি দেবী দুর্গাকে তুষ্ট করা যায়, তাহলে কেটে যেতে পারে বহু বাধা
বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়
1/7

চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাংলায় পূজিতা হন দেবী অন্নপূর্ণা। বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়। অন্নপূর্ণা দেবী হলেন দ্বিভূজা। মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি, অন্যপাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে যিনি সন্তুষ্ট হন।
2/7

দেবী পার্বতীরই আরেক রূপ তিনি। ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন। হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পুজো করলে ঘরে অন্নাভাব থাকে না।
Published at : 14 Mar 2023 02:07 PM (IST)
আরও দেখুন






















