এক্সপ্লোর
Ashadha Gupt Navratri: আষাঢ় গুপ্ত নবরাত্রির কথা গোপন কেন রাখা হয়? পালন করেন কারা
Gupt Navratri: সাংসারিক জীবনে বিভিন্ন বাধা ও বিপত্তির সম্মুখীন হই আমরা। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর চারটি নবরাত্রিতে আদ্যাশক্তির আরাধনার কথা বলে আসছেন মনীষীরা। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
দশ মহাবিদ্যা (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
1/10

চারটির মধ্যে আশ্বিন মাসে হওয়া শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজো ও চৈত্র মাসে হওয়া বাসন্তী পুজো সাধারণ সাংসারিক মানুষরা পালন করেন। আর মাঘ ও আষাঢ় মাসে যে নবরাত্রি হয় তাকে গুপ্ত নবরাত্রি বলে মানা হয়। এই নবরাত্রি সাধারণত পালন করেন সাধু,সন্ন্যাসী ও আদ্যাশক্তির একনিষ্ঠ ভক্তরা। গুপ্ত নবরাত্রিতে তাঁরা তন্ত্র মতে দশ মহাবিদ্যার আরাধনায় মাতেন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
2/10

এবছর আষাঢ় গুপ্ত নবরাত্রির শুরু হচ্ছে জুলাই মাসের ৬ তারিখ আর শেষ হচ্ছে ১৬ তারিখ। সাধারণত নবরাত্রি ৯ দিনের হলেও এবার চতুর্থী তিথি দু-দিন ধরে পড়ায় গুপ্ত নবরাত্রি পালন হবে ১০ দিন ধরে।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 27 Jun 2024 03:05 PM (IST)
আরও দেখুন






















