এক্সপ্লোর
Budhwar Upay Ganesh Puja : বুধ গ্রহকে করুন শক্তিশালী, গণেশকে নিবেদন করুন এই দ্রব্যগুলি, সৌভাগ্য থাকবে বাঁধা
Budhbar Upay : বুধকে বুদ্ধিমত্তা, একাগ্রতা, বক্তৃতা, সৌন্দর্য, ত্বক ও ব্যবসার কারক বলে মনে করা হয়।
গণেশ পুজো
1/9

বুধবার ভগবান গণেশ এবং বুধ গ্রহকে উৎসর্গ করা হয়। এই দিনটি রাশিফলের বুধ গ্রহের অবস্থানকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে কিছু সহজ ব্যবস্থা অনুসরণ করে আপনি আপনার রাশিতে বুধকে শক্তিশালী করতে পারেন।
2/9

সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত। বুধবারে গণেশের বিশেষ পূজা করা শুভ।এছাড়া এই দিনটি বুধ গ্রহকেও উৎসর্গ করা হয়। বুধকে বুদ্ধিমত্তা, একাগ্রতা, বক্তৃতা, সৌন্দর্য, ত্বক ও ব্যবসার কারক বলে মনে করা হয়।
Published at : 06 Dec 2023 08:41 AM (IST)
আরও দেখুন






















